Home / খবর / শিল্প-বাণিজ্য / শিল্পপতি দীপক রুদ্রকে ‘নবরত্ন’ সম্মান ফসবেকির

শিল্পপতি দীপক রুদ্রকে ‘নবরত্ন’ সম্মান ফসবেকির

আসানসোল : সাউথ বেঙ্গল ফেডারেশন অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ তথা ফসবেকি আসানসোল শহর তথা শিল্পাঞ্চলের প্রখ্যাত শিল্পপতি দীপক রুদ্রকে তাঁর শিল্প কৃতিত্বের জন্য সম্মানিত করা হল। তাকে দেওয়া হল ” নবরত্ন” সম্মান।

দক্ষিণবঙ্গের অন্যতম বড় বনিকসভা ফসবেকির মহাসচিব জগদীশ বাগড়ি, পুরস্কার অনুষ্ঠানের সভাপতি সচিন রায় এবং বিনোদ গুপ্তা দীপক রুদ্রকে সম্মানিত করেন। এই সম্মান পেয়ে দীপক রুদ্র সাউথ বেঙ্গল ফেডারেশন অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, এই সম্মান আমাকে সমাজসেবা এবং আরো ভালো কাজ করার প্রেরণা জোগাবে। তিনি সংগঠনের প্রশংসা করে বলেন, এই ধরনের সম্মান শিল্পপতিদের উৎসাহ বাড়ায়। যা তাঁদের ভবিষ্যতে আরও ভালো কাজ করতে সহায়তা করবে।

তিনি বলেন, রুদ্র গ্রুপ বর্তমানে মাহিন্দ্রা অটোমোটিভ, মাহিন্দ্রা ট্র্যাক্টর, কিয়া এবং হুন্ডাইয়ের মতো ব্র্যান্ডের সঙ্গে ব্যবসা করছে। রুদ্র গ্রুপে এই মুহুর্তে প্রায় ১৪০০ জন স্থায়ী কর্মী রয়েছেন। এজেন্সির নিরাপত্তা রক্ষী সহ এই সংখ্যা ১৬০০-র মতো।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *