Home / খবর / শিল্প-বাণিজ্য / সুখবর! চলতি মাসেই শুরু হচ্ছে অন্ডাল-বারাণসী বিমান পরিষেবা

সুখবর! চলতি মাসেই শুরু হচ্ছে অন্ডাল-বারাণসী বিমান পরিষেবা

দুর্গাপুর : জল্পনার অবসান! চলতি মাস থেকেই শুরু হচ্ছে অন্ডাল-বারাণসী বিমান পরিষেবা।

২৮ অক্টোবর থেকে এই পরিষেবা চালু হবে বলে জানিয়েছেন কাজি নজরুল ইসলাম বিমানবন্দর কর্তৃপক্ষ। আপাতত সপ্তাহে তিনদিন এই রুটে বিমান চালাবে ইন্ডিগো। মঙ্গল, বৃহস্পতি ও শনিবার বারাণসীর ফ্লাইট পাওয়া যাবে।

বিমানবন্দর সূত্রে আরও খবর, অন্ডাল(দুর্গাপুর) থেকে দুপুর ১টা ৪৫ মিনিটে ছেড়ে দুপুর তিনটের সময়ে বারাণসী পৌঁছবে ফ্লাইট। আবার ৩টে ২৫ মিনিটে বারাণসী থেকে ছেড়ে বিকেল ৫টার সময় দুর্গাপুরে ফিরবে ফ্লাইট।

অন্ডাল বিমানবন্দরের ডিরেক্টর কৈলাস মণ্ডল বলেন, ‘আপাতত সপ্তাহে তিনদিন সরাসরি ফ্লাইট পরিষেবা পাওয়া যাবে এই রুটে। ২৮ অক্টোবর থেকে পরিষেবা শুরু হচ্ছে। বর্তমানে অন্ডাল থেকে দিল্লি, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, ভূবনেশ্বর, বাগাডোগরা ও গুয়াহাটি রুটে নিয়মিত ফ্লাইট পরিষেবা রয়েছে।’

গত আগস্ট মাসে আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহার নেতৃত্বে আয়োজিত হয় একটি বৈঠক। সেই বৈঠকে ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক পোন্নমবলম এস এবং বিমানবন্দরের ডিরেক্টর কৈলাস মণ্ডল। বিমানবন্দরের বর্তমান পরিকাঠামো, ভবিষ্যৎ পরিকল্পনা এবং নিরাপত্তা ব্যবস্থার উন্নতি এবং আরও একাধিক রুটে ফ্লাইট পরিষেবা চালু করার ব্যাপারে আলোচনা হয়। অগস্টেই নির্ধারিত হয়েছিল, অক্টোবর মাস থেকেই বারাণসী পর্যন্ত ফ্লাইট পরিষেবা চালু করার ব্যাপারে। পরবর্তীকালে লখনউ, জয়পুর পর্যন্ত সরাসরি ফ্লাইট চালু করার ব্যাপারেও ভাবনা-চিন্তা রয়েছে।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *