Home / খবর / শিল্প-বাণিজ্য / আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের এগজিকিউটিভ ডিরেক্টর হলেন প্রাক্তন আরবিআই গভর্নর উর্জিত পটেল

আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের এগজিকিউটিভ ডিরেক্টর হলেন প্রাক্তন আরবিআই গভর্নর উর্জিত পটেল

আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের (আইএমএফ) নির্বাহী পরিচালক (এগজিকিউটিভ ডিরেক্টর) পদে নিয়োগ করা হল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই)-এর প্রাক্তন গভর্নর উর্জিত পটেলকে। শুক্রবার (২৯ আগস্ট, ২০২৫) কেন্দ্রীয় সরকারের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সরকারি নির্দেশিকা অনুযায়ী, তিনি তিন বছরের জন্য এই পদে দায়িত্ব পালন করবেন।

২০১৬ সালের সেপ্টেম্বর মাসে রঘুরাম রাজনের পর আরবিআই গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন উর্জিত। তবে ২০১৮ সালের ডিসেম্বর মাসে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেন। তাঁর পদত্যাগের পেছনে কেন্দ্রীয় সরকার ও আরবিআই-এর মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েনকে বড় কারণ হিসেবে দেখা হয়েছিল।

ক্যাবিনেটের অ্যাপয়েন্টমেন্টস কমিটি জানিয়েছে, প্রখ্যাত অর্থনীতিবিদ ও প্রাক্তন আরবিআই গভর্নর উর্জিত পটেলকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের নির্বাহী পরিচালক পদে তিন বছরের জন্য নিয়োগ করা হয়েছে। এই নির্দেশ বৃহস্পতিবার তারিখে জারি করা হয়।

১৯৯০ সালের পর উর্জিতই ছিলেন প্রথম আরবিআই গভর্নর, যিনি নিজের মেয়াদ পূর্ণ হওয়ার আগেই পদত্যাগ করেছিলেন।

উর্জিত পটেল এর আগে আইএমএফ-এও কাজ করেছেন। ১৯৯৬-১৯৯৭ সালে তিনি আইএমএফ থেকে আরবিআই-এ ডেপুটেশনে ছিলেন এবং সেই সময়ে ঋণ বাজারের উন্নয়ন, ব্যাঙ্কিং খাত সংস্কার, পেনশন ফান্ড সংস্কার এবং বৈদেশিক মুদ্রা বাজারের বিকাশ নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।

১৯৯৮ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি অর্থ মন্ত্রকের অর্থনৈতিক বিষয়ক দফতরের পরামর্শদাতা হিসেবেও কাজ করেছেন। পাশাপাশি সরকারি ও বেসরকারি খাতের নানা গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেছেন।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *