স্ট্যান্ড-আপ কমেডিয়ান জাকির খান ইতিহাস গড়লেন। তিনি প্রথম ভারতীয় হিসেবে ম্যাডিসন স্কয়ার গার্ডেনে হিন্দি ভাষায় একক শো করলেন। ইন্দোরের বাসিন্দা ৩৭ বছর বয়সি এই কমেডিয়ান তাঁর পরিচিত “সখ্ত লৌন্ডা” চরিত্র আর আবেগমাখা গল্প বলার ভঙ্গিতে ৬ হাজার দর্শকের সামনে সোল্ড-আউট শো উপহার দিলেন।
শো শেষে তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, এটা তাঁর জীবনের এক বিশেষ দিন। হিন্দি কমেডি দিয়ে ৬ হাজার মানুষকে বিনোদন দিতে পারা তাঁর কাছে আবেগঘন মুহূর্ত। বন্ধু ও টিমকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এটা তাঁর ক্যারিয়ারের বিশেষ মাইলস্টোন।
এই শো ছিল তাঁর উত্তর আমেরিকা সফরের অংশ। তাঁর সঙ্গে মঞ্চে ছিলেন কৌতুকশিল্পী তন্ময় ভাট। শোতে ছিল পর্যবেক্ষণভিত্তিক হাস্যরস, আবেগের ছোঁয়া আর কবিতার মতো শায়েরি। এর আগে নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে ঝলমল করেছে তাঁর শো-এর পোস্টার। মার্কিন সংবাদমাধ্যমে তিনি শো-এর গুরুত্ব নিয়ে কথা বলেন এবং শেফ বিকাশ খান্নার সঙ্গে এক হালকা মেজাজের রান্নার সেশনে অংশ নেন।
ফক্স ৫ নিউ ইয়র্ককে দেওয়া সাক্ষাৎকারে জাকির খান বলেন, “ম্যাডিসন স্কয়ার গার্ডেনে শো করা আমার কল্পনাতেও ছিল না। মনে হতো ওটা বড় সিনেমার তারকাদের জায়গা, ইন্দোরের ছেলেদের জন্য নয়। কিন্তু জীবন মাঝে মাঝে স্বপ্নেরও বাইরে নিয়ে যায়।”