আসানসোল বিশেষ সিবিআই আদালতের বিচারক অরিন্দম চট্টোপাধ্যায় শুক্রবার ইসিএল কর্মী সুখময় রানাকে আয়ের চেয়ে বেশি বা আয় বহির্ভূত সম্পত্তির মামলায় দোষী সাব্যস্ত করে তিন বছরের কারাদণ্ড এবং ১৫ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দেন।
সিবিআই সূত্রে জানা গেছে, অভিযুক্ত সুখময় রানা ইসিএলের হিরাপুর কোলিয়ারির একজন পাম্প অপারেটর ছিলেন। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ২০০৬ সালে কলকাতায় সিবিআই অভিযুক্তের বিরুদ্ধে আয়ের চেয়ে বেশি সম্পত্তির একটি মামলা দায়ের করে।
এরপর তার বিরুদ্ধে সিবিআই তদন্ত শুরু করে। তাতে তার কাছ থেকে সিবিআইয়ের তদন্তকারী অফিসাররা ১ কোটি ১৫ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেন। আসানসোলে বিশেষ সিবিআই মামলা শুরু হয়।
মামলা চলাকালীন আদালতে ৬৬ জন সাক্ষী সাক্ষ্য দেন। শেষ পর্যন্ত প্রায় ২০ বছর পরে শুক্রবার সিবিআই আদালতের বিচারক তাকে সেই মামলায় দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন। এই মামলায় সিবিআইয়ের আইনজীবী হিসেবে ছিলেন রাকেশ কুমার।










