কোলফিল্ড টাইমস: ফের রক্তাক্ত চেতলা। শনিবার রাতে প্রকাশ্যে এক ব্যক্তিকে ধারাল অস্ত্র দিয়ে খুনের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃতের নাম অশোক পাসওয়ান (৪২)। অভিযোগ, তাঁর গলায় শাবল ঢুকিয়ে খুন করা হয়। ঘটনাস্থলটি কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের ৮২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত। রবিবার সকালেও এলাকা জুড়ে থমথমে পরিবেশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে চেতলার ১৭এ/১৭বি বাসস্ট্যান্ডের সামনে, এক আইনজীবীর চেম্বারের পাশেই ফুটপাতে বসেছিল মদের আসর। সেখানেই অশোকের সঙ্গে এক ব্যক্তির বচসা বাঁধে। অভিযোগ, ওই সময়েই উত্তপ্ত বাক্য বিনিময়ের মধ্যে অশোকের গলায় শাবল ঢুকিয়ে দেয় অভিযুক্ত। গুরুতর আহত অবস্থায় রক্তাক্ত অশোক রাস্তায় দৌড়ে পালানোর চেষ্টা করেন, কিন্তু কয়েক পা যেতেই মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। স্থানীয়দের অভিযোগ, চেতলার ওই এলাকায় সন্ধ্যার পর থেকেই প্রায়ই বসে মদের আড্ডা। অতীতেও ছোটখাটো গোলমাল হয়েছে। বারবার অভিযোগ জানিয়েও প্রশাসনের তরফে কোনও স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি বাসিন্দাদের।
ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। খুনের নেপথ্যে পুরনো শত্রুতা না নেশাজনিত বচসা— সেই দিকটিও খতিয়ে দেখা হচ্ছে।










