Home / খবর / জেলায় জেলায় / দুর্গাপুরে প্রকাশ্য রাস্তায় অটো চালকের দাদাগিরি, সামান্য ধাক্কা লাগায় ভাঙা হয় চারচাকা গাড়ির কাচ

দুর্গাপুরে প্রকাশ্য রাস্তায় অটো চালকের দাদাগিরি, সামান্য ধাক্কা লাগায় ভাঙা হয় চারচাকা গাড়ির কাচ

দুর্গাপুর : প্রকাশ্য রাস্তায় দিনদুপুরে অটো চালকের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ। সামান্য ধাক্কা লাগার ঘটনা থেকে ভারতীয় জীবনবীমা নিগমের অবসরপ্রাপ্ত এক আধিকারিকের চার চাকা গাড়ির সামনের কাঁচ ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে ওই অটো চালকের বিরুদ্ধে।

শনিবার দুর্গাপুরের বিধাননগরে বেসরকারি এক সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে এই ঘটনাটি ঘটে। এই ঘটনায় স্বাভাবিক ভাবেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অভিযুক্ত ওই অটো চালক ফেরার রয়েছে। অভিযোগ পাওয়ার পরে পুলিশ তদন্তে নেমে ওই অটো চালকের খোঁজ করছে।

জানা গেছে, এদিন সকালে দুর্গাপুরের বিধাননগরের বেসরকারি এক সুপার স্পেশালিটি হাসপাতালে রক্তের রিপোর্ট নেওয়ার জন্য এসেছিলেন দুর্গাপুরের বামুনাড়া প্রত্যয় হাউজিং কমপ্লেক্সের বাসিন্দা তপন মজুমদার নামে জীবন বীমা নিগমের অবসরপ্রাপ্ত এক আধিকারিক। অভিযোগ, রিপোর্ট নেওয়ার পর তাঁর চার চাকা গাড়ি ঘোরাতে গিয়ে সামান্য ধাক্কা লাগে একটা অটোর পেছনে। এরপরেই ওই অটো চালক এসে তপন বাবুর চার চাকা গাড়ির সামনের কাঁচ ভেঙে দেয়। এমনকি গাড়ির বোনেটের ক্ষতি করে। বিধাননগর ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন অবসরপ্রাপ্ত জীবন বীমা নিগমের অবসরপ্রাপ্ত ওই আধিকারিক।

অভিযোগ পাওয়া মাত্রই পুলিশ পৌঁছোয় ওই অটো স্ট্যান্ডে। খুঁটিয়ে দেখেন সিসিটিভি ফুটেজ। সিসিটিভি ফুটেজ দেখে বিধাননগর ফাঁড়ির পুলিশ অভিযুক্ত ওই অটো চালকের সন্ধান পাওয়ার চেষ্টা করছে বলে জানা গেছে।
অভিযোগকারী তপন মজুমদার বলেন, রাস্তার মাঝখানে ওই অটোটা দাঁড়িয়ে ছিল। আমার গাড়ি ঘোরাতে গিয়ে সামান্য লাগে ওই অটোতে। আমি সঙ্গে সঙ্গে অটো চালককে দাঁড়াতে বলে গাড়ি থেকে নামতে যাই। তার মধ্যেই অটো চালক একটা লোহার রড দিয়ে আমার গাড়ির বনেটে মারে এবং সামনে কাঁচ ভেঙ্গে দেয়। এরপর আমি গাড়ি থেকে নামার আগেই সে পালিয়ে যায়। তিনি আরো বলেন, আশপাশে থাকা অন্য অটো চালকেরা কেউ এগিয়ে আসেনি।

এই ঘটনা সম্পর্কে অটো ইউনিয়নের এসিস্ট্যান্ট সেক্রেটারি সজল নন্দি বলেন, যদি ওই অটো চালক কোনও অন্যায় করে থাকে তার দায় তাকেই নিতে হবে। সেক্ষেত্রে পুলিস আইন মোতাবেক ব্যবস্থা নেবে।

এদিকে পুলিশ জানায়, অভিযোগ দায়ের করা হয়েছে। অটো চালকের খোঁজ করা হচ্ছে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *