অভিষেক সেনগুপ্ত, জলপাইগুড়ি: শ্যামাপুজোর আগেই রাজার বাজারে হানা প্রশাসনের। শুক্রবার দুপুরে সদর মহকুমাশাসকের নেতৃত্বে বিশেষ টাস্ক ফোর্সের অভিযান হল শহরের অন্যতম প্রধান দিনবাজারে। সব্জির বেশি দাম নেওয়ায় কয়েকজন ব্যবসায়ীকে সতর্কও করলেন মহকুমা শাসক তমোজিৎ চক্রবর্তী। সঙ্গে ছিলেন কৃষি বিপণন দফতর, লিগাল মেটিওরোলজি, পুলিশ আধিকারিকেরাও। প্রশাসনের নির্দেশমতোই কাজ হবে বলে জানাল দিনবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতিও।
উৎসবের মরসুমে আলু, পেঁয়াজ-সহ সব্জির দাম নিয়ন্ত্রণে রাখতে তৎপরতা প্রশাসনের। এ দিন, শহরের দিনবাজারের পাইকারি ও হোলসেল বিক্রি ব্যবস্থা খতিয়ে দেখলেন সদর মহকুমাশাসক তমোজিৎ চক্রবর্তী, কৃষি বিপণন দফতরের আধিকারিক দিব্যেন্দু পালিত-সহ অন্য আধিকারিকেরা। সঙ্গে ছিল পুলিশও।
সব্জিবাজারের পাশাপাশি এ দিন টাস্ক ফোর্স আলু ও পেঁয়াজের আড়ত গুলিও পরিদর্শন করে আড়তদারদের সঙ্গে কথা বলে। ব্যবসায়ীরা যাতে সব্জির দাম বেশি না নেন সে বিষয়ে সতর্কও করা হয় সবাইকে।
দিনবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মলয় সাহা বলেন, “প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানাই। আমরা সর্বতোভাবে প্রশাসনকে সহযোগিতা করব।”
অভিযান শেষে, দিনবাজারের ঐতিহ্যবাহী কালীমন্দিরেও যান সদর মহকুমাশাসক তমোজিৎ চক্রবর্তী। মন্দিরের সামনে থাকা এক ফলের দোকানের ইলেকট্রনিক পরিমাপযন্ত্রও পরীক্ষা করেন তিনি। সদর মহকুমাশাসক বলেন, “মুখ্যমন্ত্রী দ্রব্যমূল্যের স্থিতিশীলতা বজায় রাখার নির্দেশ দিয়েছেন। আমরা নজরদারি চালাচ্ছি। এখানে দাম নিয়ন্ত্রণেই রয়েছে। দু-একজন ব্যবসায়ী কিছুটা বেশি দামে সব্জি বিক্রি করছেন বলে অভিযোগ এসেছিল। তাদের সতর্ক করা হয়েছে।”










