Home / খবর / জেলায় জেলায় / চিত্তরঞ্জনের নিরাপত্তা নিয়ে প্রতিবাদ সভা

চিত্তরঞ্জনের নিরাপত্তা নিয়ে প্রতিবাদ সভা

চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস লেবার ইউনিয়ন রেলশহর এবং সমগ্র পশ্চিমবঙ্গে নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত ক্রমবর্ধমান উদ্বেগের বিষয়ে একটি প্রতিবাদ সভার আয়োজন করেছিল।

১৭ অক্টোবর এই প্রতিবাদ সভা আমলদাহি বাজারের তালতলায় অনুষ্ঠিত হয়। ইউনিয়নের সহ-সভাপতি চিন্ময় গুহ সম্প্রতি রেলশহরে ঘটে যাওয়া একাধিক অসামাজিক কার্যকলাপ তুলে ধরে জনগণের উদ্দেশে বক্তব্য রাখেন। ইউনিয়নের সম্পাদক স্নেহাশীষ চক্রবর্তী বলেন যে, অপরাধ দমনে যেকোনো প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে প্রশাসনের আরও বেশি উদ্বিগ্ন এবং সক্রিয় হওয়া উচিত।

ইউনিয়নের সভাপতি রাম সরোজ চৌহান অসামাজিক কার্যকলাপের কারণে সম্প্রতি ঘটে যাওয়া প্রাণহানির তীব্র নিন্দা জানান এবং ন্যায়বিচার ও সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাগুলির যথাযথ তদন্তের দাবি করেন।
সাধারণ সম্পাদক রাজীব গুপ্ত বলেন, রাজ্যে, সেইসঙ্গে চিত্তরঞ্জনে আইন-শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে রাজ্য তার ভারসাম্য হারিয়েছে। তিনি বলেন, শহরে জরুরি ভিত্তিতে যথাযথ তদন্তের পাশাপাশি হাই মাস্ট লাইট এবং সিসিটিভি ক্যামেরা স্থাপনের মতো সংশোধনমূলক ব্যবস্থা নেওয়া উচিত।

এছাড়াও তিনি সম্প্রতি দুর্গাপুরে ঘটে যাওয়া একটি ঘটনার যথাযথ তদন্তের দাবি জানান। এর পরে, ইউনিয়নের পক্ষ থেকে স্বেচ্ছাসেবকদের উত্তরবঙ্গের প্রাকৃতিক দুর্যোগে সহায়তার জন্য তহবিল সংগ্রহের নির্দেশ দেওয়া হয়। সমস্ত স্বেচ্ছাসেবক বাজারের প্রতিটি ইচ্ছুক দোকান থেকে সেই অর্থ সংগ্রহ করেন। ইউনিয়ন সূত্রে জানা যায়, এই সংগ্রহ সম্পন্ন হওয়ার পর উত্তরবঙ্গের অভাবী মানুষদের সাহায্য করার জন্য অর্থটি সেখানে পাঠানো হবে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *