জলপাইগুড়ি: নাগরাকাটা ব্লকের টুণ্ডু ও বামনডাঙা মডেল ভিলেজে বন্যায় ক্ষতিগ্রস্ত শিশুদের পাশে দাঁড়ালেন রাজ্যের শাসকদল প্রভাবিত প্রাথমিক শিক্ষক সংগঠনের জেলা ও রাজ্য নেতৃত্ব। শুধু ত্রাণ নয়, শিশুদের মনোবল বাড়াতেও উদ্যোগ নিলেন তারা।
শুক্রবার ওই এলাকায় গিয়ে সংগঠনের সদস্যরা শিশুদের হাতে তুলে দেন খাতা, পেন্সিল, রঙসহ নানা শিক্ষাসামগ্রী। পাশাপাশি বন্যাত্রস্ত মানুষের হাতে দেওয়া হয় শুকনো খাবার, পানীয় জল, মোমবাতি, দেশলাইসহ প্রয়োজনীয় সামগ্রী।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য নেতা পলাশ সাধুখাঁ, জেলা নেতৃত্ব স্বপন বসাক, অশোক বিশ্বকর্মা, শচীন দার্নাল ও দীপাঞ্জন দত্ত প্রমুখ।
স্বপন বসাক বলেন, “প্রাকৃতিক দুর্যোগে শিশুরা আতঙ্কে রয়েছে, অনেকের বই-খাতা নষ্ট হয়েছে। আমরা ওদের সঙ্গে গল্প করে ও শিক্ষাসামগ্রী দিয়ে মনোবল বাড়ানোর চেষ্টা করেছি।”
শিক্ষক সংগঠনের এই উদ্যোগে খুশি স্থানীয় মানুষজন। তাঁদের বক্তব্য, এমন সময় পাশে থাকা সবচেয়ে বড় সহায়।