Home / খবর / রাজ্য / গাজায় অনৈতিক যুদ্ধের বিরুদ্ধে এসইউসিআই-এর প্রতিবাদ মিছিল, ট্রাম্প ও নেতানিয়াহুর প্রতিকৃতি দাহ

গাজায় অনৈতিক যুদ্ধের বিরুদ্ধে এসইউসিআই-এর প্রতিবাদ মিছিল, ট্রাম্প ও নেতানিয়াহুর প্রতিকৃতি দাহ

ছবি: রাজীব বসু

কোলফিল্ড টাইমস: গাজায় চলা অনৈতিক ও নির্মম যুদ্ধের প্রতিবাদে রাস্তায় নামল এসইউসিআই (কমিউনিস্ট)। রবিবার শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে সংগঠনের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল সংগঠিত হয়। মিছিলে অংশগ্রহণকারীরা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতিকৃতি জ্বালিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

প্রতিবাদীদের দাবি, গাজায় নির্বিচারে বোমা বর্ষণ করে নিরীহ সাধারণ মানুষের উপর যে নৃশংসতা চালানো হচ্ছে, তা মানবতার পরিপন্থী এবং আন্তর্জাতিক আইনবিরোধী। এই যুদ্ধ অবিলম্বে বন্ধ করে শান্তি পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানানো হয়। এসইউসিআই নেতারা জানান, গাজার মানুষ আজ মৃত্যু ও ধ্বংসের মুখে, তাই বিশ্ব জনমতকে ঐক্যবদ্ধ করে যুদ্ধবিরোধী আন্দোলন জোরদার করতে হবে।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *