Home / খবর / দেশ / সুপ্রিম কোর্টে হুলস্থুল! প্রধান বিচারপতির দিকে জুতো ছোড়ার চেষ্টা, আটক আইনজীবী

সুপ্রিম কোর্টে হুলস্থুল! প্রধান বিচারপতির দিকে জুতো ছোড়ার চেষ্টা, আটক আইনজীবী

চাঞ্চল্যকর ঘটনা সুপ্রিম কোর্টে! দেশের প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের দিকে জুতো ছুড়ে মারার চেষ্টা করলেন এক আইনজীবী। ঘটনায় প্রকাশ, প্রধান বিচারপতির এক মন্তব্যে সনাতন ধর্মের অপমান হয়েছে—এই অভিযোগেই ওই আইনজীবী এমন পদক্ষেপ করেন।

ঘটনাটি ঘটে সোমবার, একটি মামলার শুনানি চলাকালীন সময়ে। আদালত কক্ষের মধ্যেই হঠাৎ চিৎকার করে ওঠেন অভিযুক্ত আইনজীবী রাকেশ কিশোর। প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি চিৎকার করে বলেন, “সনাতন ধর্মের অপমান সইবো না!” তারপরই তিনি জুতো ছোড়ার চেষ্টা করেন প্রধান বিচারপতির দিকে।

তবে দ্রুত পদক্ষেপ করে নিরাপত্তারক্ষীরা তাঁকে আটক করেন। ঘটনার পরপরই ওই আইনজীবীকে আদালত চত্বর থেকে বের করে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন দিল্লি পুলিশের ডিসিপি এবং সুপ্রিম কোর্টের ডিসিপি।

প্রধান বিচারপতির প্রতিক্রিয়ায় তিনি জানান, “এই ধরনের ঘটনায় আমরা বিচলিত হই না।” ঘটনার পরও তিনি নির্ভয়ে অন্য মামলার শুনানি চালিয়ে যান।

এই অভূতপূর্ব ঘটনায় তীব্র আলোড়ন ছড়িয়েছে বিচারবিভাগ এবং আইনজীবী মহলে। আদালতের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও উঠেছে প্রশ্ন।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *