আসানসোল : উৎসবের মরশুমে শপিং মলগুলিতে প্রচুর ভিড় হয়। এই সময়ে বাড়তি নজরদারি ও নিরাপত্তার একটা বিষয় থাকে। এই বিষয়টি মাথায় রেখে শুক্রবার আসানসোল উত্তর থানার বিবেকানন্দ সরণী বা সেনরেল রোড আসানসোল সৃষ্টিনগরের সেন্ট্রাম মলে একটি পুলিশ কিয়স্ক উদ্বোধন করা হয়।
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি (সেন্ট্রাল) ধ্রুব দাস, এসিপি( সেন্ট্রাল ১) বিশ্বজিৎ নস্কর এবং অন্যান্য পুলিশ আধিকারিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের এই বিষয়ে বেঙ্গল সৃষ্টি ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের গ্রুপ হেড প্রোপার্টি ম্যানেজমেন্ট বিনয় চৌধুরী বলেন, উৎসবের মরশুমে প্রচুর সংখ্যায় মানুষ মলে আসেন। তাদের নিরাপত্তার দিক ও এলাকায় একটা বাড়তি নজরদারির বিষয় থাকে। গোটা বিষয়টি মাথায় রেখে, কোম্পানির তরফে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকদের সঙ্গে আলোচনা করে মল এলাকায় একটি পুলিশ কিয়স্ক তৈরি করা হয়েছে। এদিন তার উদ্বোধন করাহল । প্রতিদিন বিকেল ৫:০০ টা থেকে রাত ১০:০০ টা পর্যন্ত এই কিয়স্কে পুলিশ মোতায়েন থাকবে। তিনি আরো বলেন, উৎসবের মরশুমে এখানে প্রচুর সংখ্যায় পুলিশ থাকবে। যাতে এখানে আসা মানুষেরা নিরাপদ বোধ করতে পারেন।