Home / খবর / জেলায় জেলায় / আসানসোল পুরনিগমের ৭৬ নম্বর ওয়ার্ডে চশমা বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী মলয় ঘটক

আসানসোল পুরনিগমের ৭৬ নম্বর ওয়ার্ডে চশমা বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী মলয় ঘটক

আসানসোল পুরনিগমের ৭৬ নম্বর ওয়ার্ডে বার্নপুরের ধ্রুবডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে রবিবার এক অনুষ্ঠানে এলাকার বাসিন্দাদের বিনামূল্যে চশমা দেওয়া হয়।

এর আগে এখানে বেসরকারি একটি সামাজিক সংগঠন বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল। সেই পরীক্ষায় যাদের ছানি পাওয়া যায়, তাদের চোখের অপারেশন করা হয়। এদিন সেইসব মহিলা ও পুরুষদের চশমা দেওয়া হয়। পুরোটাই রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটকের উদ্যোগে করা হয়েছে।

এদিনের অনুষ্ঠানে মন্ত্রী উপস্থিত থেকে নিজের হাতে কিছু লোককে চশমাও বিতরণ করেন। পরে মন্ত্রী বলেন, এলাকার বাসিন্দারা যাতে প্রয়োজনীয় সব সুবিধা পান, তা নিশ্চিত করা হচ্ছে।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *