নেপালে অশান্ত পরিস্থিতির জেরে সেখানে ঘুরতে যাওয়া বাঙালি পর্যটকদের আটকে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। তাঁদের কথা মাথায় রেখে হেল্পলাইন নম্বর চালু করেছে রাজ্য পুলিশ।
রাজ্য পুলিশের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে জানানো হয়েছে, নেপালে আটকে থাকা কেউ যদি পানিট্যাঙ্কি বা পশুপতি চেকপোস্ট দিয়ে দেশে ফিরতে চান, তবে হেল্পলাইনে যোগাযোগ করতে হবে। নম্বরটি হল ৯১৪৭৮৮৯০৭৮ (ফোন ও হোয়াটসঅ্যাপ উভয়েই ব্যবহারযোগ্য)। এছাড়াও রয়েছে ল্যান্ডলাইন নম্বর – ০৩৫৪-২২৫২০৫৭।
প্রসঙ্গত, নেপালে কেপি শর্মা ওলির সরকারের বিরুদ্ধে দুর্নীতি-সহ একাধিক অভিযোগের প্রতিবাদে বিস্ফোরক পরিস্থিতি তৈরি হয়েছে। ফেসবুক, ইউটিউব, এক্স-সহ ২৬টি সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধ হওয়ার পর রাস্তায় নেমেছে তরুণ প্রজন্ম। প্রশাসনের কারফিউ ও সেনা মোতায়েন সত্ত্বেও বিক্ষোভ থামেনি। ইতিমধ্যেই গুলিতে ২২ জনের মৃত্যু ও ২৫০’র বেশি আহত হওয়ার খবর মিলেছে।
এই অশান্তির মধ্যেই নেপালে আটকে রয়েছেন বহু ভারতীয় নাগরিক। ভারতীয় ভলিবল খেলোয়াড় উপাসনা গিলও সেখানেই আটকে পড়েছেন। তিনি ভারতীয় দূতাবাসের কাছে দ্রুত উদ্ধারের আর্জি জানিয়েছেন। খবর, আটকে থাকা ভারতীয়দের দেশে ফিরিয়ে আনতে কেন্দ্রীয় সরকার নেপালের সেনার সঙ্গে যোগাযোগ করেছে। এমনকি, ভারতীয় বায়ুসেনার দু’টি বিমান পাঠানোর পরিকল্পনাও চলছে।