বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষায় আধার কার্ডকে প্রামাণ্য নথি হিসাবে ব্যবহার করা যাবে। সোমবার এই বিষয়ে গুরুত্বপূর্ণ রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে আপাতত এই নিয়ম শুধুমাত্র বিহারের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, আধার কার্ড কখনই নাগরিকত্বের প্রমাণ হিসেবে ধরা যাবে না। কিন্তু ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে পরিচয়পত্র হিসেবে আধার ব্যবহার করা যেতে পারে।
বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ এই মামলার শুনানিতে আগে জানিয়েছিল যে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য অন্যান্য নথির পাশাপাশি আধার কার্ডকেও বিবেচনা করা যেতে পারে। এতদিন পর্যন্ত এ বিষয়ে কোনও নির্দিষ্ট নির্দেশ ছিল না। সোমবারের রায়ে সেই অনিশ্চয়তা দূর করে দিল শীর্ষ আদালত।
আদালতের তরফে নির্বাচন কমিশনকে বলা হয়েছে, ভোটার তালিকার বিশেষ সমীক্ষায় প্রামাণ্য নথির মধ্যে আধার কার্ডকে যুক্ত করতে হবে, যাতে সাধারণ ভোটাররাও এটিকে ব্যবহার করতে পারেন। এর ফলে এখন বিহারের ভোটার তালিকা তৈরির প্রক্রিয়ায় আধার একটি বৈধ নথি হিসাবে গণ্য হবে, যদিও এটি নাগরিকত্বের প্রমাণ নয়।