ব্যাডমিন্টনের বিশ্ব চ্যাম্পিয়নশিপে দুরন্ত ফর্মে রয়েছেন ভারতীয় তারকা পিভি সিন্ধু। শেষ ষোলোয় চিনের ওয়াং ঝি ই-কে স্ট্রেট গেমে ২১-১৯, ২১-১৫ হারিয়ে জায়গা করে নিলেন কোয়ার্টার ফাইনালে।
প্রথম থেকেই ছন্দে ছিলেন সিন্ধু। প্যারিসে খেলার শুরুতেই আক্রমণাত্মক ভঙ্গিতে কোর্টে আধিপত্য বিস্তার করেন তিনি। প্রথম গেমে এক সময় ১১-৬ এগিয়ে যান, যদিও ওয়াং ঘুরে দাঁড়িয়ে ম্যাচে ফেরেন। তবে ১৯-১৯ অবস্থায় টানা দুই পয়েন্ট তুলে নিয়ে গেম জেতেন সিন্ধু।
দ্বিতীয় গেমে আত্মবিশ্বাস আরও স্পষ্ট হয়ে ওঠে সিন্ধুর খেলায়। ওয়াংয়ের বারবার আনফোর্সড এররের সুযোগ কাজে লাগান তিনি। শেষ পর্যন্ত ২১-১৫ ব্যবধানে গেম ও ম্যাচ জেতেন ভারতীয় তারকা।
এই জয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপে চিনা প্রতিপক্ষের বিরুদ্ধে অপরাজিত থাকার নজির অক্ষুণ্ণ রাখলেন সিন্ধু। তাঁর পারফরম্যান্সে আবারও উজ্জীবিত ভারতীয় ব্যাডমিন্টনপ্রেমীরা।