Home / খবর / রাজ্য / পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্প ঘোষণা মুখ্যমন্ত্রীর, কী কী সুবিধা মিলবে

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্প ঘোষণা মুখ্যমন্ত্রীর, কী কী সুবিধা মিলবে

screenshot 20250818 192118~2

ভিনরাজ্যে কর্মরত বাঙালি পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরাতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন নতুন প্রকল্প—‘শ্রমশ্রী’।

এই প্রকল্পে ভিনরাজ্যের কাজ ছেড়ে ফেরা শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হবে। নাম নথিভুক্ত করার পর যতদিন কাজের ব্যবস্থা না হয়, সর্বোচ্চ এক বছর পর্যন্ত মাসে ৫০০০ টাকা করে আর্থিক সাহায্য দেবে রাজ্য। পাশাপাশি থাকবে স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, জবকার্ডের সুবিধা, সন্তানদের পড়াশোনার ব্যবস্থা এবং ‘উৎকর্ষ বাংলা’র মাধ্যমে প্রশিক্ষণ।

সম্প্রতি ভিনরাজ্যে বাঙালি শ্রমিকদের উপর হামলা ও অত্যাচারের ঘটনায় উত্তেজনা তৈরি হয়। সেই আবহেই মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, শ্রমিকরা ফিরে এলে রাজ্য সরকার পাশে দাঁড়াবে। সোমবার আনুষ্ঠানিকভাবে ‘শ্রমশ্রী’ প্রকল্প চালুর মধ্য দিয়ে সেই প্রতিশ্রুতিই বাস্তবায়িত করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *