দিঘার উত্তাল সমুদ্র কেড়ে নিল এক পর্যটকের প্রাণ। বৃহস্পতিবার দুপুর প্রায় ১টা নাগাদ ওল্ড দিঘায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। সকাল থেকেই বৃষ্টি ও মেঘলা আকাশের মধ্যে সমুদ্র ছিল প্রবল উত্তাল। সেই পরিস্থিতিতেই স্নান করতে নেমে বিপত্তি।
প্রত্যক্ষদর্শীদের মতে, প্রবল ঢেউয়ের মধ্যে দুই পর্যটক সমুদ্রে নামেন। হাওড়ার লিলুয়ার বাসিন্দা শঙ্কর হাজরা (৪৮) ও ওড়িশার নারায়ণ সাউ ঢেউয়ের টানে তলিয়ে যান। কোস্ট গার্ড ও পুলিশের তৎপরতায় নারায়ণ সাউকে উদ্ধার করা সম্ভব হলেও শঙ্কর হাজরাকে অচেতন অবস্থায় দিঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, প্রাকৃতিক দুর্যোগ ও তীব্র বেগে হাওয়ার কারণে সমুদ্র অত্যন্ত বিপজ্জনক অবস্থায় ছিল। সতর্কতা সত্ত্বেও কিছু পর্যটক সমুদ্রে নেমেছিলেন, যার ফলেই ঘটে এই দুর্ঘটনা। ঘটনায় পর্যটকদের সচেতনতা ও প্রশাসনের নজরদারি— দুই নিয়েই ফের প্রশ্ন উঠেছে।