উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: মিড-ডে মিলের রাধুনি পরিবর্তনকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল জয়নগরে। শুক্রবার মনিরতট মনিপুকুর এফ.পি. স্কুলে কয়েক ঘণ্টা ধরে টিচার ইনচার্জসহ তিনজন শিক্ষককে স্কুলে তালাবদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে।
জানা গিয়েছে, ওই স্কুলে দীর্ঘদিন ধরে চারজন স্থানীয় মহিলা মিড-ডে মিলের রান্নার দায়িত্বে ছিলেন। কিন্তু এদিন হঠাৎই স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীর অন্য কয়েকজন মহিলাকে দিয়ে রান্না শুরু করা হয় ভিসিসি কমিটির সিদ্ধান্তে। অভিযোগ, টিচার ইনচার্জ চন্দন জানা এই পরিবর্তনের বিরোধিতা করলে, কমিটির সভাপতি গোপাল ভান্ডারী ও অন্যান্য সদস্যরা তাঁকে এবং আরও দুই শিক্ষককে স্কুলের ভেতরে আটকে রাখেন। পরে খবর পেয়ে বকুলতলা থানার পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে।
টিচার ইনচার্জ চন্দন জানা বলেন, “রাধুনি পরিবর্তনের ক্ষমতা শুধুমাত্র বিডিও ও জেলার হাতে থাকে। আমি নিয়ম বহির্ভূত কিছু করতে পারি না। তবুও কমিটির পক্ষ থেকে জোর করা হয়।”
এ বিষয়ে ভিসিসি সভাপতি গোপাল ভান্ডারী সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। অন্যদিকে, জয়নগর চক্রের অবর স্কুল পরিদর্শক কৃষ্ণেন্দু ঘোষ বলেন, “টিচার ইনচার্জ সরকারি নিয়মের বাইরে কিছু করতে পারে না। বিষয়টি তদন্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”
জয়নগর ২ নম্বর ব্লকের মিড-ডে মিলের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক অনিন্দ্য ঘোষ জানান, “সরকারি নিয়ম অনুযায়ী এভাবে রাধুনি পরিবর্তন করা যায় না। ঘটনার বিস্তারিত খোঁজ নিচ্ছি।”
ব্লকের জয়েন্ট বিডিও কৌশিক সাহা পুরো ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছেন।










