Home / খবর / জেলায় জেলায় / বয়স নয়, মনের জোরটাই আসল, আবারও প্রমাণ করলেন কুলটির গৃহবধূ টুম্পা

বয়স নয়, মনের জোরটাই আসল, আবারও প্রমাণ করলেন কুলটির গৃহবধূ টুম্পা

কুলটি : বয়স যে কোনও বিষয় নয় মনের জোরটাই আসল, তা আবারও প্রমাণ করলেন আসানসোলের কুলটির গৃহবধূ টুম্পা নন্দী।

সম্প্রতি নেপালে অনুষ্ঠিত হওয়া সাউথ এশিয়া কাপ যোগাসন প্রতিযোগিতায় তিনি সোনার মেডেল জিতে ফিরেছেন। বুধবার তাকে সংবর্ধনা জানায় কুলটি ব্লক কংগ্রেস। উপস্থিত ছিলেন কংগ্রেসের বর্ষিয়ান নেতা চন্ডী চট্টোপাধ্যায়। কুলটি ব্লকের কংগ্রেসের সভাপতি সুকান্ত দাস। এদিন প্রত্যেকেই গৃহবধূ টুম্পা নন্দীর সাফল্যের জন্য তাকে শুভেচ্ছা জানান।

টুম্পা নন্দী জানান, আমি কুলটির মেয়ে। ডিসেরগড়ে বাপের বাড়ি এবং নিয়ামতপুরে শ্বশুরবাড়ি। ছোটবেলা থেকে বাবা-মা আমাকে যোগাসনে উৎসাহিত করেছিল। সেই থেকে আজও চলছে। তবে আমি মনে করি বয়সটা কোনও বিষয় নয় সবারই যোগাসন শেখা দরকার, অন্ততপক্ষে শরীরকে সুস্থ রাখতে।

আগামী দিনে বিশ্বকাপে অংশ নেওয়া এখন প্রধান লক্ষ্য টুম্পা নন্দীর। তিনি জানিয়েছেন, আগামী দিনে আন্তর্জাতিক আরও বড় বড় প্রতিযোগিতায় তিনি যেতে চান এবং দেশের প্রতিনিধিত্ব করতে চান।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *