Home / খবর / জেলায় জেলায় / সুন্দরবনে বোট বুকিংয়ে কালোবাজারি ঠেকাতে নতুন নিয়ম চালু করল এসটিআর

সুন্দরবনে বোট বুকিংয়ে কালোবাজারি ঠেকাতে নতুন নিয়ম চালু করল এসটিআর

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, কুলতলি: পুজোর আগে সুন্দরবনে বেড়াতে যাওয়া পর্যটকদের জন্য নতুন নিয়ম চালু করল সুন্দরবন টাইগার রিজার্ভ (এসটিআর)। এতদিন পর্যন্ত অসাধু উপায়ে বোট বুকিং করে কালোবাজারির অভিযোগ উঠছিল। এবার সেই অনিয়ম রুখতে বুকিং প্রক্রিয়ায় আনা হয়েছে আমূল পরিবর্তন।

এখন থেকে অনলাইনে বোট বুকিংয়ের সময় সংশ্লিষ্ট বোট মালিকের মোবাইলে ওটিপি যাবে। সেই ওটিপি না দিলে বুকিং সম্পূর্ণ হবে না। ফলে অন্যের নামে বোট বুকিং করে রাখার সুযোগ থাকছে না। সোমবার থেকেই কার্যকর হয়েছে এই নিয়ম।

নতুন বিধান অনুযায়ী, বুকিং করেও যদি কোনও বোট নির্দিষ্ট দিনে জঙ্গলে না যায়, তবে বন দফতর কড়া পদক্ষেপ নেবে। একই ঘটনা দু’বার ঘটলে সংশ্লিষ্ট বোট মালিকের লাইসেন্স এক মাসের জন্য সাসপেন্ড করা হবে।

প্রতিদিন সর্বোচ্চ ১২০টি বোট পর্যটকদের নিয়ে সুন্দরবনে ঢুকতে পারে। কিন্তু পুরনো নিয়মে অনেক সময় বুকিং স্লট আগে থেকে আটকে রাখা হতো, অথচ প্রকৃত পর্যটকরা বঞ্চিত হতেন। এবার সেই সমস্যা মেটাতে চালু হচ্ছে ওয়েটিং লিস্ট সিস্টেম। অর্থাৎ, ১২০টি বুকিং পূর্ণ হলে অতিরিক্ত ২৮টি বোটের নাম অপেক্ষমাণ তালিকায় থাকবে। বুকিং বাতিল হলে সেই তালিকা থেকে বোট সুযোগ পাবে।

একজন বন দফতরের আধিকারিক জানান, “বুকিং নিয়ে কালোবাজারি রুখতেই এই ব্যবস্থা। এতে প্রকৃত বোট মালিক ও পর্যটক উভয়েই উপকৃত হবেন।”

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *