দুর্গাপুর : পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর পশ্চিম বিধানসভা দিয়ে বিএলও বা বুথ লেভেল অফিসারদের ট্রেনিং শুরু হয়েছে শনিবার।
দুর্গাপুর মহকুমা শাসকের দফতরে শুরু হল এই বিএলও ট্রেনিং। ২৭৭ দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের মোট ৩০৬ জন করে বিএলও তিনটি পর্যায়ে এই ট্রেনিং বা প্রশিক্ষণে অংশ নিয়েছেন। রবিবার হবে দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিএলও ট্রেনিং।
তবে বিএলওদের একাংশের অভিযোগ, পড়ুয়া অনুপাতে শিক্ষক নেই স্কুলে স্কুলে। তারমধ্যে আমরা বিএলও হয়ে এই কাজে চলে এলাম। স্বাভাবিকভাবেই ক্ষতি হবে পড়াশোনায়। গোটা বিষয়টি নির্বাচন কমিশন ও রাজ্য সরকারের গুরুত্ব সহকারে দেখা উচিত।










