আসানসোল : ‘অপারেশন নানহে ফারিস্তে” অভিযানে আসানসোল ডিভিশনের আরপিএফ বা রেলওয়ে সুরক্ষা বাহিনী আসানসোল স্টেশন থেকে এক নাবালিকাকে উদ্ধার করেছে।
জানা গেছে, ২৯ আগস্ট শুক্রবার সন্ধ্যে ৬ টার সময় আসানসোল স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে নিয়মিত টহল দিচ্ছিলেন রেলওয়ে সুরক্ষা বাহিনীর আসানসোল ওয়েষ্ট পোষ্টের সাব-ইন্সপেক্টর শুভ্রা দের নেতৃত্বে একটি দল। সেই সময় তার সন্দেহজনক অবস্থায় একটি ১৫ বছর বয়সি নাবালিকাকে ঘোরাঘুরি করতে দেখেন। সঙ্গে সঙ্গে তারা তাকে আটক করেন।
জিজ্ঞাসাবাদে ওই নাবালিকা জানায়, তার নাম চাঁদনী কুমারী। সে বিহারের পূর্ব চম্পারণ জেলার হিরামনির বাসিন্দা। নাবালিকা বলে, সে মুজাফফরপুরে গিয়েছিল। পরে সে তার পরিবারকে না জানিয়ে আসানসোলে চলে এসেছে।
পরিস্থিতি বুঝে আরপিএফ সঙ্গে সঙ্গে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে। আইন মতো সবকিছু করার পর, শিশু কল্যাণ বিভাগের আধিকারিকদের সাথে সমন্বয় করে আরও সহায়তার জন্য তাকে আসানসোলের রেলওয়ে শিশু সহায়তা কেন্দ্রে হস্তান্তর করা হয়।