Home / খবর / জেলায় জেলায় / সাংসদ কোটার ২১ লক্ষ টাকায় কেনা, অন্ডাল বিমানবন্দরকে অ্যাম্বুলেন্স শত্রুঘ্ন সিনহার

সাংসদ কোটার ২১ লক্ষ টাকায় কেনা, অন্ডাল বিমানবন্দরকে অ্যাম্বুলেন্স শত্রুঘ্ন সিনহার

অন্ডাল : পশ্চিম বর্ধমান জেলার অন্ডালের কাজি নজরুল ইসলাম বিমানবন্দর কর্তৃপক্ষকে অ্যাম্বুলেন্স দিলেন আসানসোলের তৃণমূল সাংসদ বা এমপি শত্রুঘ্ন সিনহা ।

বৃহস্পতিবার বিকেলে এক অনুষ্ঠানে সেই অ্যাম্বুলেন্সের চাবি বিমানবন্দর কর্তৃপক্ষের হাতে তুলে দেন সাংসদ। উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম সহ প্রশাসন ও বিমানবন্দরের আধিকারিকরা । ২১ লক্ষ টাকার অত্যাধুনিক অ্যাম্বুলেন্সটি সাংসদ তহবিল থেকে দেওয়া হয়েছে ।

এই প্রসঙ্গে সাংসদ শত্রুঘ্ন সিনহা বলেন, অন্ডাল বিমানবন্দর দিয়ে প্রতিদিন প্রচুর মানুষ আসা যাওয়া করেন । তাদের প্রয়োজনের কথা ভেবেই অ্যাম্বুলেন্সটি দেওয়া হল।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *