উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় : রায়দীঘির নিখোঁজ মৎস্যজীবীর বাড়িতে গেলেন সাংসদ বাপি হালদার। বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়ে যান রায়দিঘির এক মৎসজীবী। বৃহস্পতিবার সন্ধ্যায় কেঁদো দ্বীপের কাছে রানী ট্রলার থেকে পড়ে যায় এক মৎসজীবীর,নাম সইদুল মোল্লা।
তিনি রায়দিঘির বৈদ্যপাড়ার বাসিন্দা। শনিবার তাঁর পরিবারের সঙ্গে দেখা করলেন মথুরাপুরের সাংসদ বাপি হালদার। এদিন স্থানীয় বিধায়ক ডা: অলক জলদাতা ও মথুরাপুর দু’নম্বর ব্লকের বিডিও নাজির হোসেনকে সঙ্গে নিয়ে নিখোঁজ মৎস্যজীবীর পরিবারের সঙ্গে দেখা করেন সাংসদ।পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি।
পাশাপাশি তিনি বলেন, প্রশাসনের পক্ষ থেকে নিখোঁজ মৎস্যজীবীর খোঁজে তল্লাশি চলছে।
বিগত কয়েক দিনে একাধিকবার এই ধরণের ঘটনা ঘটেছে। যার ফলে মৎস্যজীবীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। এর আগে সাগরে দু’জন মৎস্যজীবী মাছ ধরতে গিয়ে পড়ে যান। শুক্রবার তাঁদের দেহ উদ্ধার হয়। তার রেশ কাটতে না কাটতেই ট্রলার থেকে পড়ে নিখোঁজ হয়ে গেলেন রায়দিঘির এই মৎস্যজীবী।
এদিন সাংসদ বাপি হালদার বলেন, প্রশাসনের তরফ থেকে সইদুলের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। আমরা এই পরিবারের পাশে আছি সব রকমের সাহায্য দিতে।