আসানসোল : পূর্ব রেলের আসানসোল ডিভিশনের আসানসোল গুডস শেডে মোট ৬০টি পাঁচ মিটার উচ্চতার আধুনিক স্ট্রিট লাইট খুঁটি বসানো হয়েছে ।
প্রতিটি খুঁটিতে ৭২ ওয়াট ক্ষমতাসম্পন্ন শক্তি-সাশ্রয়ী এলইডি বাতি রয়েছে। এই উন্নত আলো রাতে গুডস শেডে মাল তোলার কাজকে আরো নিরাপদ ও নির্বিঘ্ন করে তুলবে। সমগ্র ইয়ার্ড সহ সংলগ্ন সড়ক এলাকাকে সর্বদা পর্যাপ্ত ও সমানভাবে আলোকিত রাখবে।
নতুন এলইডি বাতিগুলি গড়ে ৬০ আলোকমাত্রা দেবে। যা দ্যুতি কমিয়ে দৃশ্যমানতা বাড়াবে এবং একটি স্থায়ী ও নির্ভরযোগ্য আলোকব্যবস্থা নিশ্চিত করবে।
এর ফলে পণ্য উত্তোলন ও লোডিং কাজে নিয়োজিত কর্মীরা সরাসরি উপকৃত হবেন। পাশাপাশি সার্বিক নিরাপত্তা ও সুরক্ষা আরো দৃঢ় হবে।
আসানসোল গুডস শেড পূর্ব রেলের অন্যতম গুরুত্বপূর্ণ মালবাহী কেন্দ্র। যা স্থানীয় শিল্পাঞ্চল ও দূরপাল্লার পণ্য পরিবহনে বিশেষ ভূমিকা পালন করে। সেখানে এই উন্নত আলোকসজ্জা কেবল নিরাপত্তা বাড়ায়নি, বরং কার্যক্ষমতাও বহুগুণ বৃদ্ধি করবে।
আধুনিক এলইডি স্ট্রিটলাইট বসানোর ফলে আসানসোল গুডস শেড আজ আরো আলোকিত, নিরাপদ ও কার্যক্ষম পরিবেশে রূপান্তরিত হয়েছে। এটি আসানসোল ডিভিশনের অব্যাহত প্রচেষ্টার প্রতিফলন। যা শিল্পোন্নয়নের সহায়ক শক্তি হিসেবে নিরাপদ, নির্ভরযোগ্য ও দক্ষ মালবাহী পরিবহন নিশ্চিত করতে অবিরাম কাজ করে চলেছে।