Home / খবর / জেলায় জেলায় / বন্যাদুর্গতদের পাশে জলপাইগুড়ি জেলা স্কুলের প্রাক্তনীরা, আমগুড়ি বেতগাড়ায় স্বাস্থ্য শিবির

বন্যাদুর্গতদের পাশে জলপাইগুড়ি জেলা স্কুলের প্রাক্তনীরা, আমগুড়ি বেতগাড়ায় স্বাস্থ্য শিবির

জলপাইগুড়ি: প্রাকৃতিক বিপর্যয় অতীত। জল নেই এখন। তবে, দুর্ভোগ পুরোপুরি মেটেনি বন্যাদুর্গতদের। ধীরে ছন্দে ফিরছে বন্যাকবলিত এলাকার জনজীবন। রবিবার বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াল জলপাইগুড়ি জেলা স্কুলের প্রাক্তনীদের সংগঠন।

রবিবার একদিবসীয় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও ওষুধ বিতরণ কর্মসূচি হল আমগুড়ি বেতগাড়ায়। শিবিরে নেতৃত্ব দেন চিকিৎসক সুদীপন মিত্র। সঙ্গে ছিলেন দেবমাল্য ভট্টাচার্য, সন্দীপন ঝম্পটি-সহ স্কুলের প্রাক্তনী তথা চিকিৎসকেরা। প্রাক্তনীদের দাবি, ওই এলাকার ১১২ জন বাসিন্দা পরিষেবা নিয়েছেন। মহিলা ও শিশুদের উপস্থিতিও চোখে পড়ার মতো ছিল বলে দাবি আয়োজকেদের।

উল্লেখ্য, অক্টোবরের প্রথম সপ্তাহে পাহাড় ও সমতলে ধারাবাহিক ভারি বৃষ্টিপাতের ফলে তিস্তা-সহ উত্তরের নদী গুলি ফুঁসে ওঠে। বিস্তীর্ণ এলাকার জনবসতি নদীর জলে প্লাবিত হয়। ত্রাণ ও উদ্ধারকার্য চালায় প্রশাসন ও বিভিন্ন সংগঠন। এ দিন জেলা স্কুলের প্রাক্তনীদের তরফে স্বাস্থ্য পরিষেবা পাওয়ায় ওই এলাকার বাসিন্দারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *