Home / খবর / জেলায় জেলায় / মহালয়ায় জগদ্ধাত্রী পুজোর খুঁটিপুজো হয়ে গেল জয়নগরে

মহালয়ায় জগদ্ধাত্রী পুজোর খুঁটিপুজো হয়ে গেল জয়নগরে

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: মহালয়ার দিনেই দেবীপক্ষের সূচনা হল খুঁটি পুজোর মধ্য দিয়ে। দুর্গাপুজোর প্রস্তুতির আবহের মাঝেই শুরু হয়ে গেল জগদ্ধাত্রী পুজোর আয়োজন। জয়নগর থানার মোড়ে, জয়নগর মজিলপুর পৌরসভার অধিবাসীবৃন্দের পরিচালনায় পঞ্চম বর্ষের জগদ্ধাত্রী পুজোর খুঁটি পুজো সম্পন্ন হল রবিবার দুপুরে।

ধর্মীয় রীতি মেনে পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে খুঁটি পুজো হয়। উপস্থিত ছিলেন জয়নগর বিধানসভার বিধায়ক বিশ্বনাথ দাস, জয়নগর মজিলপুর পৌরসভার চেয়ারম্যান সুকুমার হালদার, কাউন্সিলর আবুল কাহার মোল্লা, রাখী ভট্টাচার্য, বিজলী মণ্ডল, স্মরণজিৎ চট্টোপাধ্যায়, প্রীতম চক্রবর্তী, কিশলয় বসু-সহ অন্যান্যরা।

বিধায়ক বিশ্বনাথ দাস এদিন বলেন, “ধর্ম যে যার, উৎসব সবার। মুখ্যমন্ত্রীর দেখানো পথে আমরা প্রতি বছরের মতো এবছরও উৎসবে সামিল হয়েছি। কয়েক বছর ধরে এই পুজো এলাকায় সাড়া ফেলেছে। এবছরও নতুনত্ব থাকছে, যা খুঁটি পুজোর মধ্য দিয়েই সূচিত হল।”

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *