Home / খবর / জেলায় জেলায় / অঙ্কের ভয় কাটাতে উদ্যোগ জলপাইগুড়িতে, ১৪০০ পড়ুয়া অংশ নিল গণিত মেধা পরীক্ষায়

অঙ্কের ভয় কাটাতে উদ্যোগ জলপাইগুড়িতে, ১৪০০ পড়ুয়া অংশ নিল গণিত মেধা পরীক্ষায়

অভিষেক সেনগুপ্ত, জলপাইগুড়ি: অঙ্ক কষতে গিয়েই ভয়ে ঘেমেনেয়ে একশা হয়ে যায় অনেক পড়ুয়াই। অঙ্কের নাম শুনলেই বিষম খান বড়দের অনেকেই। শিশু কিশোরদের অঙ্কের ভয় কাটাতে উত্তরবঙ্গ জুড়ে একগুচ্ছ পরিকল্পনা নিয়েছে গণিত শিক্ষকদের নিয়ে গঠিত এক চ্যারিটেবল ট্রাস্ট। রবিবাসরীয় সকালে ওই সংস্থার উদ্যোগে সদর শহর ও ধূপগুড়িতে আয়োজিত হল গণিত মেধা পরীক্ষা। দুই শহর মিলিয়ে কমবেশি চোদ্দশো পড়ুয়া বসল এই পরীক্ষায়।

এ দিন সদর শহরের দুটি বিদ্যালয়কে পরীক্ষাকেন্দ্র করা হয়। বিভিন্ন স্কুলের তৃতীয় শ্রেণী থেকে দশম শ্রেণীর পড়ুয়ারা এই পরীক্ষায় বসে৷ অঙ্কে কার কোথায় খামতি রয়েছে মূল্যায়নপত্রে তা খতিয়ে দেখবেন গণিত শিক্ষকরা। এই পরীক্ষার জলপাইগুড়ি জেলা কো-অর্ডিনেটর তথা সোনাউল্লা হাইস্কুলের গণিতের শিক্ষক রাজেশ বণিক বলেন, “বছর পাঁচেক আগে আমরা এই সংস্থা গড়ে শিশু-কিশোরদের অঙ্কের ভীতি কাটাতে উদ্যোগী হই। বছরভর বিভিন্ন জায়গায় আমরা অঙ্কের ওপর নানা কর্মশালা করি। সেই কর্মশালা গুলির ওপর ভিত্তি করেই এই পরীক্ষা। বাচ্চারা কতটা শিখল তা আমরা এই পরীক্ষার মাধ্যমে বুঝে নিচ্ছি। পরে, প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হবে।”

রাজেশ বণিক, শিক্ষক তথা মেধা পরীক্ষার জেলা কো-অর্ডিনেটর।

আশালতা স্কুলের ভেনু সুপারভাইজার রুয়েল প্রধান বলেন, “পরীক্ষা খুব ভালো ভাবেই সম্পন্ন হয়েছে।” জনৈকা পরীক্ষার্থী বলে, “এর আগে অঙ্কের ওপর কর্মশালা করেছি। এখন অঙ্কের প্রতি ভয় অনেকটাই কমেছে।”

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *