বুবাই শীল, জলপাইগুড়ি: ফের মর্মান্তিক পথ দুর্ঘটনা জলপাইগুড়ি-শিলিগুড়ি জাতীয় সড়কে। শুক্রবার ভোররাতে ভুট্টাবোঝাই একটি ট্রাকের পিছনে ধাক্কা মারে অসম থেকে বিহারগামী এক যাত্রীবাহী বাস। ঘটনায় বাসচালক-সহ অন্তত ২০ জন যাত্রী গুরুতর জখম হন। আহতদের দ্রুত উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাসের যাত্রীদের বেশিরভাগই ইটভাটার শ্রমিক ছিলেন। দুর্ঘটনাটি ঘটে ভোর তিনটে নাগাদ রাজগঞ্জ থানার অন্তর্গত এলাকায়। প্রাথমিক অনুমান, ঘুমের ঘোরে চালকের নিয়ন্ত্রণ হারিয়েই বাসটি ট্রাকের পেছনে ধাক্কা মারে।
ধাক্কার তীব্রতায় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা ও পুলিশ মিলে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে কয়েকজন মহিলা ও শিশুও রয়েছে।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে রাজগঞ্জ থানার পুলিশ।










