কোলফিল্ড টাইমস: এক নিম্নচাপের শক্তি ক্ষয় হওয়ার মাঝেই ফের তৈরি হচ্ছে আরেকটি। আবহবিদদের পূর্বাভাস অনুযায়ী, আজ শুক্রবার দক্ষিণ–পূর্ব বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। এর প্রভাবে শনিবার ও রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মৌসম ভবনের তথ্য অনুযায়ী, এ বছর এখনও পর্যন্ত বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ৪৬টি নিম্নচাপ। আজকের নতুন নিম্নচাপটি তৈরি হলে সংখ্যাটা পৌঁছবে ৪৭-এ।
এর আগে আন্দামান সাগরে তৈরি ঘূর্ণাবর্তটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হলেও স্থলভাগে ঢোকার আগেই তার শক্তি কমতে শুরু করে। শেষ পর্যন্ত সেটি দুর্বল হয়ে কর্ণাটকের দিকে এগিয়ে বর্তমানে আরব সাগরের দিকে যাচ্ছে বলে জানিয়েছে মৌসম ভবন।
এরই মধ্যে দক্ষিণ আন্দামান সাগরের উপর নতুন একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যা আজ শনিবার বিকেলের মধ্যে দক্ষিণ–পূর্ব ও পূর্ব–মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নতুন নিম্নচাপটির দিক পশ্চিম–উত্তর–পশ্চিমমুখী হবে এবং এটি ভারতের দক্ষিণ উপকূল বরাবর অগ্রসর হবে। ফলে এর বড় ধরনের প্রভাব পশ্চিমবঙ্গের উপরে পড়বে না বলেই মনে করছেন আবহবিদরা। তবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে শুক্রবার থেকেই হালকা বৃষ্টি শুরু হতে পারে। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শনিবার ও রবিবার বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
তাপমাত্রায় তেমন হেরফেরের সম্ভাবনা নেই, তবে আর্দ্রতা ও মেঘলা আবহে অস্বস্তি কিছুটা বাড়বে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। সব মিলিয়ে সপ্তাহান্তে দক্ষিণবঙ্গবাসীকে প্রস্তুত থাকতে হচ্ছে মেঘলা আকাশ ও মাঝেমধ্যে বৃষ্টির জন্য।










