Home / খবর / জেলায় জেলায় / দুর্গাপুরে গণধর্ষণের ঘটনা, আসানসোলে জেলাশাসক কার্যালয়ে এসইউসিআইয়ের বিক্ষোভ

দুর্গাপুরে গণধর্ষণের ঘটনা, আসানসোলে জেলাশাসক কার্যালয়ে এসইউসিআইয়ের বিক্ষোভ

আসানসোল : দুর্গাপুরের গণধর্ষণের বিরুদ্ধে ও দোষীদের গ্রেফতারের দাবিতে সোমবার এসইউসিআই আসানসোলে পশ্চিম বর্ধমান জেলাশাসক কার্যালয়ের বিক্ষোভ দেখানো হয়। পরে জেলাশাসকের কাছে একটা স্মারকলিপি জমা দেওয়া হয়েছে।

এই প্রসঙ্গে সংগঠনের পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্য কল্লোল রায় বলেন, পশ্চিমবঙ্গে নারীর প্রতি অত্যাচার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। আমরা প্রায় প্রতিদিনই এমন ঘটনার কথা শুনছি। যা আমাদের অত্যন্ত লজ্জিত করে। গত বছর কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে একজন মহিলা ডাক্তারকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। এরপর, দুই দিন আগে, দুর্গাপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের দ্বিতীয় বর্ষের মেডিকেল ছাত্রীকেও গণধর্ষণ করা হয়েছে।

তিনি আরো বলেন, নারীর প্রতি ক্রমবর্ধমান অত্যাচারের বিরুদ্ধে সংগঠন ক্রমাগত আওয়াজ তুলছে। এদিন ভয়েস অফ অভয়া নামে একটি সংগঠন দুর্গাপুরে ওই বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে বিক্ষোভ করছে। এদিন এসইউসিআই পশ্চিম বর্ধমানের জেলাশাসকের কাছে একটি স্মারকলিপি দিয়েছে। যাতে এই ধরনের ঘটনা বন্ধ করে দোষীদের শাস্তির দাবি জানানো হয়েছে।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *