Home / খবর / জেলায় জেলায় / এসআইআর: অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ, সাধারণের সুবিধায় দুর্গাপুর মহকুমাশাসকের বিশেষ উদ্যোগ

এসআইআর: অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ, সাধারণের সুবিধায় দুর্গাপুর মহকুমাশাসকের বিশেষ উদ্যোগ

দুর্গাপুর : এসআইআর বা স্পেশাল ইনটেনসিভ রিভিশনে অনলাইনে সহজে এনুমারেশন ফর্ম পূরণে দুর্গাপুরের মহকুমাশাসকের তরফে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগে সাধারণ মানুষের সুবিধা হবে।

দুর্গাপুর মহকুমার বাসিন্দাদের অনলাইনে নির্ভুলভাবে ইএফ বা এনুমারেশন ফর্ পূরণ করতে সাহায্য করতে সোমবার দুপুরে একটি সাংবাদিক বৈঠক করলেন মহকুমাশাসক সুমন বিশ্বাস।

তিনি বলেন, নাগরিকরা এখন সরাসরি voters.eci.gov.in ওয়েব সাইটে গিয়ে অথবা ইসিআইনেট (ecinet) অ্যাপের মাধ্যমে অনলাইনে নিজের নাগরিকত্ব সম্পর্কিত তথ্য যাচাই ও এনুমারেশন ফর্ম পূরণ করতে পারবেন।দুর্গাপুরের মহকুমাশাসকের কথায়, এপিক কার্ডে ফোন নম্বর আগে থেকে সংযুক্ত না থাকলেও চিন্তার কোনও কারণ নেই। অনলাইন পোর্টালে ঢুকে সরাসরি ফোন নম্বর সংযোজন করা সম্ভব। এমনকি একটি মোবাইল নম্বর থেকে একাধিক নাম এন্ট্রি করা যাবে।

তিনি আরও স্পষ্ট করে বলেন, অনলাইন এন্ট্রির সঙ্গে অফলাইনে ফর্মের কোনও সম্পর্ক নেই। এটি শুধুমাত্র মানুষের সুবিধা বাড়াতে এবং ভুলত্রুটি কমাতে নির্বাচন কমিশনের একটি উদ্যোগ। ইতিমধ্যেই সংশ্লিষ্ট বুথে বিএলও বা বুথ লেভেল অফিসাররা অফলাইনে ফর্ম সংগ্রহ করছেন। সেগুলির তথ্য অনলাইনে আপলোড করার দায়িত্বও তাঁদেরই দিয়েছে নির্বাচন কমিশন ।

দুর্গাপুর মহকুমা প্রশাসনের এই ডিজিটাল উদ্যোগে সাধারণ মানুষের সুবিধা যেমন বাড়বে, তেমনি ভুল তথ্য জমা দেওয়ার সম্ভাবনাও অনেক কমে যাবে। এসআইআরে এনুমারেশন ফর্ম নিয়ে বিভ্রান্তি দূর করতে এবং প্রক্রিয়াটি আরো সহজ করতে এই অনলাইন প্ল্যাটফর্ম নিঃসন্দেহে কার্যকর ভূমিকা নেবে বলে মহকুমাশাসকের দাবি।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *