আসানসোল: পশ্চিম বর্ধমান জেলার আসানসোল শিল্পাঞ্চলের কর্মীদের স্বাস্থ্য ব্যবস্থা উন্নতিতে বেশি কিছু নতুন প্রকল্প চালু হতে চলেছে। তার মধ্যে অন্যতম হল মেডিক্যাল কলেজ।
আসানসোল ইএসআই হাসপাতালের ২০ একর জমিতে এই মেডিক্যাল কলেজ গড়ে তোলা হবে। এই মেডিক্যাল কলেজ নিয়ে কেন্দ্রীয় সরকার আগেই সিদ্ধান্ত নিয়েছিল। এবার এমপ্লয়িজ স্টেট ইনস্যুরেন্স কর্পোরেশন বা ইএসআইসির রিজিওনাল কমিটির বৈঠকে এই মেডিক্যাল কলেজ তৈরির অনুমোদন দিল। রাজ্যে উৎসবের মরশুম শেষ হওয়ার পরই এর কাজ শুরুর অনুমোদন দেওয়া হয়েছে বলে জানা গেছে। এর ফলে পশ্চিম বর্ধমান জেলায় মেডিক্যাল কলেজ না থাকার দীর্ঘদিনের একটা আক্ষেপ ঘুচতে চলেছে।
এই প্রসঙ্গে রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক বলেন, উৎসবের মরশুম শেষ হলেই আসানসোল ইএসআই হাসপাতালে মেডিক্যাল কলেজ তৈরির কাজ শুরু হবে। শুধু মেডিক্যাল কলেজ তৈরি নয়, আসানসোল ইএসআই হাসপাতালে নির্মীয়মাণ নতুন ভবনটি ঠিকাদার সংস্থা খুব তাড়াতাড়ি হস্তান্তর করবে বলে জানা গেছে। এই ভবনের ফলে চলতি বছরেই আসানসোল ইএসআই হাসপাতালে আরো ৫০টি শয্যা বাড়তে চলেছে।
এর পাশাপাশি আসানসোলের কুলটি এলাকার ইএসআইয়ের সুবিধা পাওয়া কর্মীদের জন্যও নতুন প্রকল্প চালু হতে চলেছে। কুলটির সীতারামপুরে নতুন বহির্বিভাগ ও ১০শয্যার অন্তর্বিভাগ সহ একটি স্বাস্থ্যকেন্দ্র চালু করতে চলেছে রাজ্যের শ্রম দপ্তর। এরফলে কুলটি এলাকায় ইএসআইয়ের স্বাস্থ্য পরিষেবার উন্নতি ঘটবে।
জানা গেছে, সীতারামপুরের স্টেশন রোডে শ্রম দপ্তরের বয়লার বিভাগের একটি অফিস ও আবাসন ছিল। দীর্ঘদিন ধরে অফিস বন্ধ হয়ে যাওয়ায় সেটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। সেই অফিসেই ইএসআই স্বাস্থ্যকেন্দ্র তৈরি করা হবে। সেখানে আউটডোর বা বহির্বিভাগের পাশাপাশি ইনডোর বা অন্তর্বিভাগের সুবিধাও থাকবে। ইতিমধ্যে বিশেষজ্ঞরা ওই অফিস ও এলাকা পরিদর্শন করে গেছেন বলে জানা গেছে। শ্রম দপ্তর সূত্রে আরো জানা গেছে, খুব তাড়াতাড়ি এই স্বাস্থ্য কেন্দ্র তৈরির কাজ শুরু হবে।
ইএসআইসি’র রিজিওনাল কমিটির চেয়ারম্যান তথা রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক বলেন, পুজোর আগে হওয়া এক বৈঠকে এই শিল্পাঞ্চলের জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাড়াতাড়ি মেডিক্যাল কলেজ গড়ার পাশাপাশি হাসপাতালের নয়া ভবন হস্তান্তর করে ৫০টি শয্যা চালু করা হবে। সীতারামপুরেও স্বাস্থ্যকেন্দ্র করা হচ্ছে।
প্রসঙ্গত, পশ্চিম বর্ধমান জেলায় আসানসোল ও দুর্গাপুরে একাধিক বেসরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল রয়েছে। অন্য জেলা ও একাধিক ভিন রাজ্য থেকে বহু মানুষ এই জেলায় চিকিৎসা করাতে আসেন। তবে জেলায় সরকারি মেডিক্যাল কলেজ না থাকার জন্য আক্ষেপ ছিল। শেষ পর্যন্ত আসানসোল সরকারি মেডিক্যাল কলেজ পেতে চলেছে।
এর আগে, কেন্দ্রীয় শ্রম মন্ত্রক দেশের যে কয়েকটি জায়গায় নতুন মেডিক্যাল কলেজ করা হবে বলে জানিয়েছিল, সেখানে আসানসোলের নাম ছিল। এবার ইএসআইসির রিজিওনাল কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের সিদ্ধান্ত মতো খুব তাড়াতাড়ি আসানসোলে মেডিক্যাল কলেজ তৈরি করা হবে।