কোলফিল্ড টাইমস: আসানসোলে বালি ব্যবসায়ীর বাড়িতে কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির অভিযান।
বৃহস্পতিবার সাতসকালেই আসানসোল দক্ষিণ থানার জিটি রোডের মুর্গাশোলে বালি ব্যবসায়ী সীতারাম বাগারিয়ার বাড়িতে কেন্দ্রীয় এজেন্সি অভিযানে আসে। স্বাভাবিক ভাবেই এই অভিযানে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়ছে।
এই অভিযান নিয়ে নানা আলোচনা শুরু হয়। শেষ পর্যন্ত জানা গেছে, কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি ওই ব্যবসায়ীর বাড়িতে অভিযানে এসেছে ।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে বাগাড়িয়া পরিবারের সদস্যরা সবেমাত্র ঘুম থেকে উঠেছেন। এর ঠিক কিছু সময় পরেই কেন্দ্রীয় এজেন্সির দল তাদের বাড়িতে পৌঁছায়। জানা গেছে যে, ওই দলে ৪০ জনের মতো আছেন। তারা প্রথমে বাগাড়িয়া পরিবারের সব সদস্যর মোবাইল ফোন বাজেয়াপ্ত করে। তারপর জেরা ও তল্লাশি শুরু করে।
জানা গেছে যে, এই ব্যবসায়ী রাজ্যের বিভিন্ন জেলায় বালির ঘাট চালান। যাতে কোটি কোটি টাকার লেনদেন আছে। মনে করা হচ্ছে। এই কারণেই আসানসোলে কেন্দ্রীয় এজেন্সির এই অভিযান।
আসানসোলের পাশাপাশি ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর ও লালগড়ে বালি খাদান ও এই কারবার চালানো একটি বেসরকারি সংস্থার অফিসেও একইসাথে চলছে ইডির অভিযান বলে জানা গেছে ।