দুর্গাপুর : সোমবার সকালে আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর বিকাল সাড়ে চারটে নাগাদ আসেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
দুর্গাপুরে বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়ার ‘গণধর্ষণ’ নিয়ে শনিবার সকাল থেকে উত্তাল রাজ্য রাজনীতি। এমন পরিস্থিতিতে সোমবার বিকেলে নির্যাতিতার সঙ্গে দেখা করতে দুর্গাপুর এলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। হাসপাতালে এসে অভিযুক্তদের কঠোরতম শাস্তির আশ্বাস দিয়েছেন তিনি।
সোমবার বিকেলে দুর্গাপুরের শোভাপুরে বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে আসেন রাজ্যপাল সিভি আনন্দ। দীর্ঘ প্রায় এক ঘণ্টা মেডিকেল কলেজ হাসপাতালে ছিলেন রাজ্যপাল । তিনি কথা বলেন হাসপাতালে ভর্তি নির্যাতিতার সঙ্গে। একইসাথে তার কথা হয় নির্যাতিতার বাবা-মায়ের সঙ্গেও। এর পাশাপাশি বেসরকারি মেডিকেল কলেজের আধিকারিক ও চিকিৎসকদের সাথেও দীর্ঘক্ষণ কথা বলেন সিভি আনন্দ বোস।
পরে হাসপাতালেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, খুবই বেদনাদায়ক ঘটনা। আমি নির্যাতিতা এবং তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেছি। যেটুকু কথা হয়েছে তা একান্তই গোপনীয়। পরিবার যাতে বিচার পায় তার জন্য আমার যতটুকু করার, তা সবকিছুই কিছুই করব। নির্যাতিতা অত্যন্ত ভীত এবং সন্ত্রস্ত হয়ে আছেন। রাজ্যপাল আরো বলেন, এই ধরনের ঘটনা এই রাজ্যে প্রথম হল না । সাম্প্রতিককালে বেশ কয়েকটি এই ধরনের ঘটনার অভিজ্ঞতা আমাদের হয়েছে। যে বাংলার হাত ধরে নবজাগরণ এসেছিল সেই বাংলায় এই ধরনের ঘটনা অত্যন্ত অনভিপ্রেত। আশা করি, আমরা এই পরিবারকে বিচার দিতে পারবো।
সাংবাদিকদের মুখোমুখি হওয়ার পরে রাজ্যপাল হাসপাতাল থেকে বেরিয়ে তার গাড়িতে উঠেন। জানা গেছে, রাজ্যপাল ট্রেনে হাওড়া থেকে দুর্গাপুরে এসেছেন।
প্রসঙ্গত, শনিবার সকালে এই ঘটনা প্রকাশ্যে আসতেই ডাক্তারি পড়ুয়ার পরিবারের করা অভিযোগের ভিত্তিতে ময়দানে নামে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। এবার নির্যাতিতা ও তার পরিবারের পাশে দাঁড়ালেন রাজ্যপালও।
এদিকে ,গত দুদিনে গ্রেফতার করা হয়েছে ৫ অভিযুক্তকে। তবে, সব অভিযুক্তরা গ্রেফতার হলেও আতঙ্ক পিছু ছাড়ছে না নির্যাতিতার বাবার। জানা গেছে, সেই কারণেই মেয়ে কিছুটা সুস্থ হলে ও আইনগত সবকিছু হয়ে গেলে মেয়েকে উড়িষ্যা নিয়ে যাবেন বলে এদিন জানিয়েছেন নির্যাতিতার বাবা। উড়িষ্যার মুখ্যমন্ত্রী সেখানে তার মেয়ের পড়াশোনার ব্যবস্থা করে দেবেন বলে আশ্বাস দিয়েছেন।