অণ্ডাল থেকে এবার সরাসরি ফ্লাইট চলছে উত্তরপ্রদেশের বারাণসী পর্যন্ত। ইন্ডিগোর এই ফ্লাইট চালু হয়েছে ২৮ অক্টোবর থেকে।
অণ্ডালের ( দুর্গাপুর) কাজী নজরুল ইসলাম বিমানবন্দর থেকে বারাণসীর লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত এই ফ্লাইট চলছে সপ্তাহে তিন দিন, মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার।
একথা জানান অণ্ডাল বিমানবন্দরের ডিরেক্টর কৈলাস মণ্ডল। উল্লেখ্য, বেশ কিছু দিন আগে একটি কো-অর্ডিনেশন মিটিং হয় । সাংসদ শত্রুঘ্ন সিনহা, জেলাশাসক এস পোন্নামবলম, এয়ারপোর্ট ডিরেক্টর কৈলাস মণ্ডল সেই মিটিং-এ ছিলেন। তখন সিদ্ধান্ত হয় অণ্ডাল ও বারাণসীর মধ্যে কম সময়ের মধ্যে সহজ যোগাযোগের জন্য এরোপ্লেন চালু করা হবে।
এবার ২৮ অক্টোবর থেকে ইন্ডিগো এই পরিষেবা চালু করে। অণ্ডাল থেকে বারাণসী যেতে সময় লাগছে ১ ঘন্টা ৪৫ মিনিট।










