রানিগঞ্জের সাহেবগঞ্জ বাইপাস থেকে দামোদর ঘাট পর্যন্ত মেদিনীপুর রোড দ্রুত সংস্কার করা এবং রেললাইনের ওভারব্রিজ নির্মাণের দাবি জানিয়ে পথ অবরোধ করে সিপিআই(এম) রানিগঞ্জ এরিয়া কমিটি।
বুধবার ৬০ নং জাতীয় সড়ক অবরোধের জেরে যান চলাচল স্তব্ধ হয়ে যায়। খবর পেয়ে রানিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বিক্ষোভকারীদের সঙ্গে তাদের দাবি নিয়ে পুলিশ প্রথমে কথা বলে। তারপর পুলিশ রানিগঞ্জ বিডিওর সাথে যোগাযোগ করে। বিডিও পুলিশকে জানান, তিনি রাস্তা ও ওভারব্রিজ নির্মাণের বিষয়টি ন্যাশনাল হাইওয়ের অথিরিটির সঙ্গে আলোচনা করবেন। এই আশ্বাস পেলে অবরোধ বিক্ষোভ উঠে যায় ।
বাইপাসের রাস্তায় দীর্ঘক্ষণ চলে বিক্ষোভ সভা। বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন সিপিএমের নেতা হেমন্ত প্রভাকর, মলয়কান্তি মণ্ডল, করুণা বাউরি। সভা পরিচালনা করেন কমলাকান্ত পাল।
এই প্রসঙ্গে নেতৃত্বর তরফে জানানো হয়, “দুর্গোৎসবের প্রাক্কালে পথ অবরোধ করায় আমরা ক্ষমাপ্রার্থী। কিন্তু আমরা সাধারণ মানুষের কাছে দায়বদ্ধ। গত তিন মাস আগে রাস্তা সংস্কারের কাজ শুরু হলেও তা সম্পূর্ণ হয় নি। রাস্তাজুড়ে পাথর বেরিয়ে আছে। গর্ত তৈরি হয়েছে। প্রতিদিন দুর্ঘটনা ঘটছে। তিনটি স্কুল ও হাস্পাতাল রয়েছে এই এলাকায় । রেললাইনের ওভারব্রিজ নির্মাণের দাবিও বহুদিনের। তাদের দাবি, এই রেলগেটে প্রতিদিন যানজট তৈরি হচ্ছে। ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। তাই এই আন্দোলন কর্মসূচি”।