উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: বসিরহাট, মিনাখাঁ ও ক্যানিংয়ের পর এবার গরু চুরির ঘটনা ঘটল জয়নগরে। গভীর রাতে জাইলো গাড়ি করে বাড়ির ভেতর থেকে গরু চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জয়নগর থানার হরিনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের রায়নগর শরৎপল্লীতে।
বুধবার সকালে বাড়ির মালিক মিঠুন সরকার ঘুম থেকে উঠে দেখেন, গোয়ালঘর ফাঁকা। গরুটি উধাও। চারদিক খোঁজাখুঁজি করেও কোনও হদিশ না মেলায় দুশ্চিন্তায় পড়েন তিনি। পরে প্রতিবেশীর বাড়ির সিসিটিভি ফুটেজ দেখে স্তম্ভিত হয়ে যান মিঠুনবাবু। ফুটেজে দেখা যায়, রাতের অন্ধকারে একটি জাইলো গাড়িতে চেপে কয়েকজন দুষ্কৃতী এসে বাড়ির ভেতর থেকে গরুটিকে টেনে নিয়ে গাড়িতে তোলে এবং দ্রুত এলাকা ছেড়ে পালায়।
চার চাকা গাড়ি ব্যবহার করে গরু চুরির এই ঘটনায় অবাক স্থানীয়রা। তাঁদের অভিযোগ, “গাড়ি এনে যদি বাড়ি থেকে গরু তুলে নিয়ে যাওয়া যায়, তবে এলাকায় অন্য কোনও অপরাধ ঘটানোও আর কঠিন নয়। আমাদের নিরাপত্তা কে দেবে?”
ঘটনার খবর পেয়ে জয়নগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ দেখে গাড়ির নাম্বার চিহ্নিত করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, গাড়িটি হাওড়া জেলার নামে নথিভুক্ত।
পুরো ঘটনার গুরুত্ব বুঝে পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে হরিনারায়ণপুর ও আশপাশের গ্রামগুলোতে। স্থানীয় বাসিন্দাদের দাবি, রাতের সময় টহলদারি ও নজরদারি আরও জোরদার করা হোক।










