কোলফিল্ড টাইমস: আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত জিটি রোডে এলআইসি-র সংলগ্ন এ.জি. চার্চের নিয়ন্ত্রণ নিয়ে তীব্র বিবাদ। রবিবার বিকেল চারটে নাগাদ চার্চের ম্যানেজমেন্ট কমিটির দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। অভিযোগ, এক পক্ষ অন্য পক্ষের উপর মারমুখী হয়ে তেড়ে যায়। ঘটনায় দুই গোষ্ঠীর একাধিক সদস্য আহত হন, তাঁদের মধ্যে কয়েকজন মহিলা রয়েছেন।
সূত্রের খবর, চার্চ স্কুলে ভর্তি নিয়ে গত কয়েকদিন ধরেই অশান্তি চলছিল। সেই কারণেই চার্চ ম্যানেজমেন্ট কমিটির এক গোষ্ঠী গির্জাটি তালাবদ্ধ করে রেখেছিল। কয়েকদিন আগে অপর গোষ্ঠী তালা খোলার দাবিতে বিক্ষোভ করে এবং পুলিশে অভিযোগ জানায়। পরে গির্জা প্রাঙ্গণে ১৪৪ ধারা জারি করা হয়।
অভিযোগ, শনিবার গভীর রাতে ওই গোষ্ঠীই তালা ভেঙে দেয়, ফলে আবারও উত্তেজনা ছড়ায়। রবিবার সকালে বর্তমান ম্যানেজমেন্ট কমিটি পুলিশের কাছে এর ব্যাখ্যা দাবি করলে পরিস্থিতি আরও জটিল হয়। দুপুরে চার্চ প্রাঙ্গণে দুই পক্ষের মধ্যে ফের বিবাদ শুরু হয় এবং তা সংঘর্ষে পরিণত হয়।
পুলিশের সামনেই দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হলে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিপুল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। শেষ পর্যন্ত বিকেল পাঁচটা নাগাদ পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।










