Home / খবর / জেলায় জেলায় / বহু প্রতীক্ষার পর ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু

বহু প্রতীক্ষার পর ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু

কোলফিল্ড টাইমস: অবশেষে বহু প্রতীক্ষিত ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হয়েছে। ‘নো কস্ট’ মডেলে নদী ও খাল সংস্কারের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে দাসপুর ও ঘাটালে। সূত্রে জানা গিয়েছে, দাসপুর ২ নম্বর ব্লকের শোলাটোপা খাল, দাসপুর ১ নম্বর ও ঘাটালের শিলাবতী নদীর সংস্কারের কাজ পুরোদমে চলছে।

এর আগে ঘাটালের সাংসদ দীপক অধিকারী জানান, “যাঁরা কাজ করবেন, তাঁদের নিয়ে বৈঠক হয়েছে। ড্রেজিংয়ের কাজ শুরু হয়েছে, মাটির পরীক্ষা সম্পূর্ণ। মুখ্যমন্ত্রী যা প্রতিশ্রুতি দিয়েছেন, সেই অনুযায়ী কাজ এগোচ্ছে।”

কালীপুজোর আগে ঘাটাল টাউন হলে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে প্রশাসনিক বৈঠক করেন সাংসদ দীপক অধিকারী ও সেচমন্ত্রী মানস ভুঁইঞা। তখনই জানানো হয়েছিল, পুজোর পরেই নদী ও খাল সংস্কারের কাজ শুরু হবে। প্রতিশ্রুতি মতো কালীপুজো শেষ হতেই শুরু হয়েছে কাজ।

দাসপুর ১ নম্বর ব্লকের মুর্শিদনগর থেকে শুরু হয়েছে শিলাবতী নদীর ২৩ কিলোমিটার খননের কাজ। পাশাপাশি দাসপুর ২ নম্বর ব্লকের শোলাটোপা খালের ১৪.৭ কিলোমিটার অংশে খনন চলছে। সেচ দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, মোট ৩৬টি খাল ও নদী খননের পরিকল্পনা নেওয়া হয়েছে।

এই প্রকল্পের সবচেয়ে উল্লেখযোগ্য দিক, এটি সম্পূর্ণ ‘নো কস্ট’ মডেলে হচ্ছে। অর্থাৎ সরকারি কোষাগার থেকে কোনও খরচ হচ্ছে না। সেচ দফতর খননের সময় যে বিপুল পরিমাণ মাটি তুলছে, তা সংস্থাগুলিকে বিক্রি করে সেই অর্থেই চলছে সংস্কারের কাজ।

পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহ-সভাপতি ও ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি বলেন, “ঘাটালবাসীর জন্য এটা সত্যিই বড় সুখবর। অবশেষে খাল খননের কাজ শুরু হয়েছে। এখন দেখার, রাজ্যের বিজেপি নেতারা এ নিয়ে কী বলেন।”

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *