উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,সোনারপুর : এবার অস্ত্রসহ গ্রেফতার তৃণমূল কর্মী জয় ঘোষ, আতঙ্কের অভিযোগ দলীয় কাউন্সিলারের।
সোনারপুর থানার পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ধরা পড়ল এক যুবক। ধৃতের নাম জয় ঘোষ। তিনি রাজপুর সোনারপুর পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং এলাকায় সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মী বলে পরিচিত।সম্প্রতি আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে তাকে তৃণমূল কাউন্সিলার সোনালী রায়ের বিরুদ্ধে ‘চোর চোর স্লোগান দিতেও দেখা গিয়েছে।
নিজস্ব সোর্স মারফত খবর পেয়ে চৌহাটি এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।জয় ঘোষের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ওয়ানসাটার এবং কার্তুজ।ধৃতকে রবিবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেয় পুলিশ।ধৃতের কাছ থেকে এই আগ্নেয়াস্ত্র রাখার কারণ সহ আর কে কে আছে তা জানার চেষ্টা করছে পুলিশ।
তৃণমূল কর্মী গ্রেফতারের পরে আতঙ্কিত স্থানীয় তৃণমূল কংগ্রেসের কাউন্সিলার সোনালি রায়।তিনি বলেন, ওই তৃণমূল কর্মী গ্রেফতার না হলে আমাকে মেরে ফেলতো।
তবে এব্যাপারে তৃণমূল কংগ্রেসের দলীয় সূত্রে খবর, অপরাধ করে থাকলে আইন তার ব্যবস্থা নেবে। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে বলা হয় তৃনমূলের কাউন্সিলারই নিরাপদ নয় তৃণমূল কর্মীর কাছ থেকে তাহলে সাধারণ মানুষ কিভাবে নিরাপদ হবে।