সালানপুর: অল ইন্ডিয়া বা সারা ভারত কৃষক সভার পশ্চিম বর্ধমান জেলার ৪১তম জেলা সম্মেলন রবিবার আসানসোলের সালানপুরের কল্যাণেশ্বরী ব্যাঙ্কুয়েট হলে হয়। সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতা প্রয়াত মদন ঘোষ এবং প্রয়াত মহাদেব মান্নার স্মরণে এই সম্মেলনের আয়োজন করা হয়।
এদিনের সম্মেলনে সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য রঘুনাথ রায়, বীরভূম জেলা সম্পাদক অরূপ বাগ এবং পশ্চিম বর্ধমান জেলার ব্লক কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এই সম্মেলনের উদ্দেশ্য ছিল কেন্দ্রীয় সরকারের কৃষি নীতির বিরোধিতা করা।
নেতারা বলেন, কেন্দ্রীয় সরকার কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রের উপর ভর্তুকি তুলে নিয়েছে, সারের দাম বৃদ্ধি করা হয়েছে এবং কৃষকরা তাদের ফসলের সঠিক মূল্য পাচ্ছে না। এমনই সব বিষয় নিয়ে এদিনের জেলা সম্মেলনে আলোচনা করা হয়েছে।










