Home / খবর / জেলায় জেলায় / বাংলাদেশে আটক কুলতলির ট্রলার-সহ ১৪ জন মৎস্যজীবী, আতঙ্কে তাদের পরিবার

বাংলাদেশে আটক কুলতলির ট্রলার-সহ ১৪ জন মৎস্যজীবী, আতঙ্কে তাদের পরিবার

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, কুলতলি : বাংলাদেশে আটক কুলতলির ট্রলার-সহ ১৪ জন মৎস্যজীবী।

চরম উৎকন্টায় কুলতলির ১৪টি মৎস্যজীবী পরিবারের সদস্যরা। সমুদ্রে মাছ ধরতে গিয়ে ইঞ্জিন বিকল হয়ে বিপাকে পড়েছেন এই মৎস্যজীবীরা। জানা গিয়েছে, তাঁদের ট্রলারটি ভাসতে ভাসতে বাংলাদেশের জলসীমায় পৌঁছে যায়।সেখানেই বাংলাদেশের নিরাপত্তারক্ষীদের হাতে তাঁরা ধরা পড়েন। কী ভাবে তাঁদের ঘরে ফিরিয়ে আনা যাবে, সেই ভাবনাতে ঘুম উড়েছে মৎস্যজীবীদের পরিবারের।

জানা গিয়েছে, এই মৎস্যজীবীরা দক্ষিণ ২৪ পরগনার কুলতলির শানকিজাহান গ্রামের বাসিন্দা।১৩ই অক্টোবর ‘এফবি শুভযাত্রা’ নামে একটি ট্রলারে করে সমুদ্রে মাছ ধরার উদ্দেশ্যে পাড়ি দেন তাঁরা। শনিবার,১৮ ইঅক্টোবর গভীর সমুদ্রে ট্রলারের ইঞ্জিন আচমকাই বিকল হয়ে যায়। উত্তাল ঢেউয়ের ধাক্কায় ট্রলার ভেসে ঢুকে পড়ে বাংলাদেশের জলসীমায়।

সীমান্ত অতিক্রম করার কিছুক্ষণের মধ্যেই তাঁদের আটক করে বাংলাদেশের কোস্টগার্ড ও সেনা।পরিবারের সদস্যদের দাবি, তাঁরা নিশ্চিত বাংলাদেশেই ১৪ জনকে আটক করা হয়েছে। তাঁদের সুরক্ষা, দেশে ফিরিয়ে আনার বিষয়টি এই পরিবারগুলিকে ভাবাচ্ছে।

পাশাপাশি পরিবারের প্রধান উপার্জনকারী এই ১৪ জন মৎস্যজীবী। ফলে সংসার চলবে কী ভাবে, তা ভেবে পাচ্ছেন না এই মৎস্যজীবীদের পরিবারের সদস্যরা।‘এফবি শুভযাত্রা’ ট্রলারের মালিক বলেন, ‘আমরা প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানাচ্ছি। দ্রুত এই ১৪ জনকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করুক প্রশাসন।’

জানা গিয়েছে, নিয়ম মোতাবেক, স্থানীয় বিডিওর কাছে প্রথমে অভিযোগ জানাবেন পরিবারের সদস্যরা।তার পরে সরকারি ভাবে বিদেশ মন্ত্রকের সাথে যোগাযোগ করে তাদের উদ্ধারের প্রক্রিয়া করবে সরকার।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *