কোলফিল্ড টাইমস: বিশ্বকাপজয়ী বাংলার কন্যা রিচা ঘোষ আজ শুক্রবার দুপুরে পৌঁছালেন বাগডোগরা বিমানবন্দরে। সেখানে তাঁকে স্বাগত জানাতে হাজির ছিল ভিড়—ঢাকঢোল, ফুলের মালা, উল্লাসে মুখর জনতা। বিমানবন্দর থেকে খোলা জিপে চেপে শিলিগুড়ি ফিরলেন রিচা। পথে মানুষের ভালোবাসায় ভেসে গিয়ে হাসিমুখে বললেন, “খুব ভালো লাগছে!”
মাত্র এক দিনের জন্য নিজের শহরে ফিরেছেন রিচা, কিন্তু তাঁর জন্য শিলিগুড়ি এখন উৎসবমুখর। শহর জুড়ে লাগানো হয়েছে হোর্ডিং ও ব্যানার, রাস্তায় সাজসজ্জা। শুক্রবার দুপুরে বাঘাযতীন পার্কে তাঁর সংবর্ধনার আয়োজন করেছে শিলিগুড়ি পুরনিগম। মেয়র গৌতম দেব নিজে যাবেন রিচার বাড়ি তাঁকে অভ্যর্থনা জানাতে।
সুভাষপল্লি থেকে বাঘাযতীন পার্ক পর্যন্ত প্রায় ২০০ মিটার রাস্তা লাল গালিচায় ঢাকা হয়েছে। দুই ধারে সার বেঁধে দাঁড়িয়ে থাকবেন স্থানীয় মহিলা ক্রিকেটাররা, ব্যাট তুলে দেবেন গার্ড অফ অনার। এরপর বাঘাযতীন পার্কে পুরনিগম ও শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের পক্ষ থেকে রিচাকে সংবর্ধনা দেওয়া হবে।
বাড়িতেও রিচার জন্য আয়োজন হয়েছে বিশেষ মধ্যাহ্নভোজের — মা নিজে বানিয়েছেন ফ্রায়েড রাইস, চিলি চিকেন, চিলি পনির, সঙ্গে থাকবে তাঁর প্রিয় মিষ্টি। সংবর্ধনা শেষে রিচা যাবেন বাঘাযতীন অ্যাথলেটিক ক্লাবে, যেখানে তিনি ছোটবেলা থেকে ক্রিকেট খেলতেন।
শনিবার কলকাতায় রিচাকে আলাদা করে দেওয়া হবে সংবর্ধনা। তবে আজকের দিনটা সম্পূর্ণ তাঁর শহরের জন্য — শিলিগুড়ির মানুষ আজ তাঁদের মেয়েকে বীরযোদ্ধার মর্যাদা দিচ্ছে।










