Home / খবর / খেলা / দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট দল ঘোষণা, বাদ পড়লেন শামি ও ঈশ্বরণ, ফিরলেন পন্থ ও আকাশদীপ

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট দল ঘোষণা, বাদ পড়লেন শামি ও ঈশ্বরণ, ফিরলেন পন্থ ও আকাশদীপ

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করল নির্বাচকমণ্ডলী। প্রত্যাশিতভাবেই নজর ছিল বাংলার পেসার মহম্মদ শামির দিকে, তবে তাঁকে ফের উপেক্ষা করলেন অজিত আগরকরেরা। দলে ফিরেছেন বাংলার আকাশদীপ ও উইকেটকিপার ঋষভ পন্থ। বাদ পড়েছেন প্রসিদ্ধ কৃষ্ণ ও নারায়ণ জগদীশন।

চোট সারিয়ে দলে ফিরেছেন পন্থ, যিনি ইংল্যান্ডের বিরুদ্ধে চোট পাওয়ার পর দীর্ঘদিন বাইরে ছিলেন। তাঁর ফেরায় বাদ গেছেন জগদীশন। অন্যদিকে আকাশদীপের প্রত্যাবর্তনে প্রসিদ্ধ কৃষ্ণকে বাইরে বসতে হয়েছে।

শামি যদিও চোট সারিয়ে রঞ্জি ট্রফিতে ভালো পারফরম্যান্স করেছিলেন, তবুও নির্বাচকদের আস্থা পাননি। আগরকরদের মনোভাব দেখে মনে হচ্ছে, দেশের মাটিতেও আর সুযোগ পাচ্ছেন না শামি। ফলে বিদেশের সিরিজেও তাঁর ফেরার সম্ভাবনা ক্ষীণ। ক্রিকেট মহলে জল্পনা শুরু হয়েছে— ভারতের জার্সিতে হয়তো আর দেখা যাবে না শামিকে।

বাংলার আর এক ক্রিকেটার অভিমন্যু ঈশ্বরণও দলের বাইরে। এখন ভারতের টেস্ট দলে ওপেনিংয়ে যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল ও শুভমন গিল রয়েছেন। ফলে বিকল্প হিসেবে ঈশ্বরণের প্রয়োজন পড়েনি। সরফরাজ খানও জায়গা পাননি।

চোট সারিয়ে ফিরলেও পন্থের জায়গা নিশ্চিত ছিল। তবে তাঁর ফেরায় ধ্রুব জুরেলকে সম্ভবত বসতে হবে। নির্বাচকরা যদি পন্থকে কেবল ব্যাটার হিসেবে খেলান, তাহলে সাই সুদর্শনের জায়গা নিয়েও প্রশ্ন উঠছে।

বোলিং আক্রমণে একমাত্র পরিবর্তন— প্রসিদ্ধ কৃষ্ণের জায়গায় আকাশদীপ। তিন স্পিনার-অলরাউন্ডার, এক পেসার-অলরাউন্ডার, এক স্পিনার ও তিন বিশেষজ্ঞ পেসার নিয়েই দল গঠন হয়েছে।

দক্ষিণ আফ্রিকা সিরিজে ভারতের টেস্ট দল: শুভমন গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, সাই সুদর্শন, দেবদত্ত পাড়িক্কল, ধ্রুব জুরেল, ঋষভ পন্থ, রবীন্দ্র জাডেজা, নীতীশ কুমার রেড্ডি, অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, আকাশদীপ।

সূচি: প্রথম টেস্ট ১৪ নভেম্বর, কলকাতার ইডেন গার্ডেন্সে।
দ্বিতীয় টেস্ট ২২ নভেম্বর, গুয়াহাটিতে।

ভারত ‘এ’ দল (দক্ষিণ আফ্রিকা ‘এ’-র বিরুদ্ধে একদিনের সিরিজ): তিলক বর্মা (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড় (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, রিয়ান পরাগ, ঈশান কিশন, আয়ুষ বদোনি, নিশান্ত সিন্ধু, বিপরাজ নিগম, মানব সুথার, হর্ষিত রানা, অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণ, খলিল আহমেদ, প্রভসিমরন সিং।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *