Home / খবর / খেলা / কোচের ভূমিকায় সৌরভ গঙ্গোপাধ্যায়, নতুন ইনিংস প্রিটোরিয়া ক্যাপিটালসে

কোচের ভূমিকায় সৌরভ গঙ্গোপাধ্যায়, নতুন ইনিংস প্রিটোরিয়া ক্যাপিটালসে

অধিনায়ক থেকে প্রশাসক, এবার কোচ— জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দক্ষিণ আফ্রিকার এসএ২০ লিগের দল প্রিটোরিয়া ক্যাপিটালসের হেড কোচ হিসাবে দায়িত্ব নিতে চলেছেন ‘প্রিন্স অফ ক্যালকাটা’। এর আগে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট পদ সামলেছিলেন মহারাজ।

দীর্ঘদিন ধরে জেএসডব্লু স্পোর্টসের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ। সংস্থার মালিকানাতেই রয়েছে প্রিটোরিয়া ক্যাপিটালস। প্রতি দু’বছরে ম্যানেজমেন্ট পরিবর্তনের নিয়ম অনুযায়ী এবছর থেকে দক্ষিণ আফ্রিকার দলের দায়িত্ব এসেছে জেএসডব্লু স্পোর্টসের হাতে। তাই সৌরভকে বসানো হয়েছে কোচের আসনে। এর আগে দলের দায়িত্বে ছিলেন প্রাক্তন ইংরেজ ব্যাটার জোনাথন ট্রট।

প্রথমবার কোনও পেশাদার দলের কোচিংয়ের দায়িত্ব নিতে চলেছেন সৌরভ। জাতীয় দলকে নেতৃত্ব দেওয়া, বিসিসিআই সভাপতি হওয়া— সবকিছু মিলিয়ে তাঁর ঝুলিতে রয়েছে নানা অভিজ্ঞতা। কয়েক মাস আগে সৌরভ বলেছিলেন, ভবিষ্যতে সব সম্ভাবনাই খোলা রাখতে চান তিনি। অবশেষে সেই সম্ভাবনাই বাস্তব রূপ পেল।

তাহলে কি দক্ষিণ আফ্রিকার মঞ্চ থেকেই শুরু হচ্ছে ভারতীয় দলের ভবিষ্যৎ কোচের প্রস্তুতি? ক্রিকেট মহলে জোর গুঞ্জন উঠছে সেই প্রশ্ন নিয়েই।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *