কোলফিল্ড টাইমস: বৃষ্টিবিঘ্নিত ম্যাচে দুরন্ত জয়! নিউজিল্যান্ডকে ৫৩ রানে (ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে) হারিয়ে মহিলা ওয়ান ডে বিশ্বকাপের সেমিফাইনালে উঠল ভারত। বৃহস্পতিবার মুম্বইয়ে হওয়া এই ম্যাচে ৪৯ ওভারে ৩ উইকেটে ৩৪০ রান তোলে হরমনপ্রীত কৌরের দল। বৃষ্টি থামার পর নিউজিল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪৪ ওভারে ৩২৫ রান, কিন্তু শেষ পর্যন্ত তারা করতে পারে ৮ উইকেটে ২৭১ রান।
এই জয়ের ফলে ছয় ম্যাচে ভারতের পয়েন্ট দাঁড়াল ৬। অন্যদিকে, নিউজিল্যান্ডের পয়েন্ট ৪। ফলে, লিগের শেষ ম্যাচের ফল যাই হোক, বেশি জয় থাকায় শেষ চারে জায়গা নিশ্চিত করল ভারত।
ব্যাট হাতে আগুন ঝরালেন দুই ওপেনার
ভারতের ইনিংসের ভিত্তি গড়ে দেন দুই ওপেনার স্মৃতি মন্ধানা ও প্রতিকা রাওয়াল। টস জিতে প্রথমে ব্যাট করতে পাঠানো হলে শুরুটা সাবধানে করলেও ধীরে ধীরে কিউয়ি বোলারদের উপর চাপ বাড়ান তাঁরা। প্রথম উইকেট জুটিতে ওঠে ২১২ রান— যা ভারতের ইতিহাসে অন্যতম সেরা ওপেনিং পার্টনারশিপ। মন্ধানা খেলেন ৯৫ বলে ১০৯ রান (১০টি চার, ৪টি ছক্কা), আর প্রতিকা করে ১৩৪ বলে ১২২ রান (১৩টি চার, ২টি ছয়)।
তৃতীয় স্থানে নেমে দুরন্ত ব্যাটিং করেন জেমাইমা রদ্রিগেজ — ৫৫ বলে অপরাজিত ৭৬ রান, ১১টি চারের মার।
অধিনায়ক হরমনপ্রীত কৌর ১০ রানে আউট হন। এক বলের জন্য ব্যাট করতে নেমে রিচা ঘোষ করেন ৪ রান।
বোলিংয়ে নিয়ন্ত্রিত ছন্দ
ভারতের পক্ষে সফলতম বোলার রেণুকা সিং ঠাকুর (২৫ রানে ২ উইকেট)। তাঁর সঙ্গে দারুণ বল করেছেন ক্রান্তি গৌড় (৪৮ রানে ২ উইকেট), দীপ্তি শর্মা (৫৭ রানে ১), স্নেহ রানা (৬০ রানে ১) ও প্রতিকা রাওয়াল (১৯ রানে ১)।
নিউজিল্যান্ডের হয়ে সবচেয়ে বড় লড়াই দেন ব্রুকি হ্যালিডে (৮৪ বলে ৮১) এবং ইসাবেলা গেজ (৫১ বলে অপরাজিত ৬৫), কিন্তু তা যথেষ্ট হয়নি ভারতের দাপুটে পারফরম্যান্সের সামনে।
সেমিফাইনালের দোরগোড়ায় ভারত
এখনও পর্যন্ত পয়েন্ট তালিকায় ভারতের অবস্থান চতুর্থ। তৃতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড ৯ পয়েন্টে। তাই ভারত লিগ পর্ব শেষ করলেও সর্বাধিক ৮ পয়েন্টে পৌঁছতে পারবে। তবে এই জয়ের সুবাদে ভারত নিশ্চিতভাবে সেমিফাইনালের টিকিট পেল। সেমিফাইনাল দুটি হবে ২৯ ও ৩০ অক্টোবর, তবে প্রতিপক্ষ কারা হবে, তা এখনও নির্ধারিত হয়নি।
ভারতীয় দলের এই জয়ে উচ্ছ্বাসিত ক্রিকেটপ্রেমীরা— কারণ বহুদিন পর মহিলা বিশ্বকাপে দেখা গেল এমন দাপুটে ব্যাটিং ও দলগত পারফরম্যান্স।










