Home / খবর / খেলা / শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপে জয়যাত্রা শুরু ভারতের মহিলা ক্রিকেট দলের

শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপে জয়যাত্রা শুরু ভারতের মহিলা ক্রিকেট দলের

ডার্ক–ওয়ার্থ–লুইস পদ্ধতিতে ৫৯ রানে জয়! শ্রীলঙ্কাকে হারিয়ে এক দিনের বিশ্বকাপ অভিযান শুরু করল ভারতের মহিলা ক্রিকেট দল। জয় দিয়ে সূচনা হলেও হরমনপ্রীত কৌরের দলের ব্যাটিং—বিশেষ করে মিডল অর্ডারের পারফরম্যান্স নিয়ে উঠেছে প্রশ্ন।

গুয়াহাটিতে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। শুরু থেকেই ভারতীয় ব্যাটারদের ওপর চাপ তৈরি হয়। ওপেনার স্মৃতি মন্ধানা (৮) দ্রুত আউট হয়ে যান। দ্বিতীয় উইকেটে প্রীতিকা রাওয়াল (৫৯ বলে ৩৭) ও হারলিন ৬৭ রানের জুটি গড়েন। এরপর অধিনায়ক হরমনপ্রীতের সঙ্গে ৩৯ রানের জুটি গড়লেও রান তোলার গতি বাড়াতে ব্যর্থ হন তাঁরা। বৃষ্টির কারণে ম্যাচ কমে ৪৮ ওভারের হয়, কিন্তু ভারতের রান তখনও ছিল ধীর গতিতে।

২৬তম ওভারেই তিন ব্যাটারকে ফিরিয়ে ভারতকে চাপে ফেলে দেন শ্রীলঙ্কার রণবীরা। ২ উইকেটে ১২০ থেকে ৬ উইকেটে ১২৪ হয়ে যায় ভারত। এরপর দীপ্তি শর্মা (৫৩ বলে ৫৩) ও আমনজ্যোৎ কৌর (৫৬ বলে ৫৭)-এর ১০৩ রানের জুটি ভারতকে টেনে তোলে। শেষদিকে স্নেহ রানা ১৫ বলে ২৮ রানে অপরাজিত থাকেন। নির্ধারিত ৪৮ ওভারে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ২৬৯।

শ্রীলঙ্কার হয়ে রণবীরা ৪৬ রানে ৪ উইকেট, উদেশিকা প্রবধানী ৫৫ রানে ২ উইকেট নেন।

টার্গেট ছিল ৪৭ ওভারে ২৭১ রান। ওপেনার হাসিনি পেরেরা (১৪) দ্রুত ফিরলেও আটাপাত্তু (৪৭ বলে ৪৩) ও হর্ষিতা সমরবিক্রমা (৪৫ বলে ২৯)-এর ৫২ রানের জুটি কিছুটা লড়াই দেয়। কিন্তু একবার আটাপাত্তুর উইকেট গেলে নিয়মিত বিরতিতে উইকেট হারায় লঙ্কানরা।

শ্রীলঙ্কা শেষ পর্যন্ত ৪৫.৩ ওভারে ২১১ রানে গুটিয়ে যায়। নীলাক্ষীকা সিলভা ২৯ বলে ৩৫ রানে কিছুটা লড়াই করলেও দলের হার আটকাতে পারেননি।

ভারতের হয়ে দীপ্তি শর্মা ৫৪ রানে ৩ উইকেট, স্নেহ রানা ৩২ রানে ২, চরনি ৩৭ রানে ২ উইকেট নেন। আমনজ্যোৎ ও ক্রান্তি গৌড়ের ঝুলিতে ১টি করে উইকেট।

২ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল ভারত। তবে শ্রীলঙ্কার মতো দলের বিপক্ষে মিডল অর্ডারের ব্যর্থতা হরমনপ্রীতদের উদ্বেগের কারণ হয়ে থাকছে। পরের ম্যাচে ব্যাটিং আরও শক্তিশালী করতে হবে—এমনই মত বিশেষজ্ঞদের।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *